নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মেট্রোর সামনে ঝাঁপ। আজ, বৃহস্পতিবার ব্লু লাইনে সাময়িকভাবে ব্যাহত হল পরিষেবা। যিনি ঝাঁপ দিয়েছেন তাঁর বিষয়ে অবশ্য বিস্তারিতভাবে কিছু জানা সম্ভব হয়নি। সূত্রের খবর আজ, বৃহস্পতিবার দুপুর ৩টে ১০ মিনিটে নেতাজি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তার ফলে দীর্ঘক্ষণ আংশিকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। ঘটনা সামনে আসার পরই ওই মেট্রো স্টেশনের মাস্টার-সহ অন্যান্য কর্মীরা অকুস্থলে পৌঁছে যান। ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় ওই ব্যক্তিকে উদ্ধারের কাজ।এর ফলে শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সেই সময়ে অবশ্য আপ-ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছিল। ঝাঁপ দেওয়ার ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টে ০৫ মিনিট নাগাদ ফের পরিষেবা শুরু হয়। জানা যাচ্ছে, যিনি লাইনে ঝাঁপ দিয়েছিলেন তিনি পুরুষ যাত্রী। তবে তাঁর মৃত্যু হয়েছে কী না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।