পাঁচ বছর পর পুনে থেকে মিলল হিলির নিখোঁজ শ্রমিকের খোঁজ
দৈনিক স্টেটসম্যান | ২০ নভেম্বর ২০২৫
বছর পাঁচেক আগে বিহারে কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের হিলির উজাল গ্রামের বাসিন্দা সুজিত দাস। দীর্ঘদিনের খোঁজাখুঁজি ও আদালতের দ্বারস্থ হওয়ার পর অবশেষে মহারাষ্ট্রের পুনে থেকে ওই পরিযায়ী শ্রমিককে উদ্ধার করল হিলি থানার পুলিশ। বুধবার তাঁকে হিলিতে আনা হয়।
পরিবারের সদস্যদের কথায়, ২০২০ সালে আর্থিক সমস্যায় পড়ে ঝন্টু দাস পরিবার সহ বিহারের মুজফফরপুরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। ঝন্টুর বড় ছেলে সুজিত দাসকে স্থানীয় ঠিকাদার বীরেন্দ্র কুমার নিজের বাড়িতে কাজ করার জন্য নিয়ে যান। কিছুদিন পর সেখান থেকেই নিখোঁজ হয়ে যান সুজিত। তাঁর মানসিক সমস্যা থাকায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়।
সুজিতকে খুঁজে পাওয়ার আশায় মুজফফরপুর থানা, হিলি থানা, এমনকি বালুরঘাট আদালত ও পাটনা আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঝন্টু দাস। মুজফফরপুর পুলিশ নিখোঁজ সুজিতের খোঁজে তিন লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে। তবু মিলছিল না কোনও হদিশ।
চলতি মাসের শুরুতে হিলির দক্ষিণপাড়া এলাকার দু’জন যুবক কাজের সূত্রে পুনে গিয়ে সুজিতকে দেখতে পান। তাঁরা ভিডিও কলে বিষয়টি সুজিতের পরিবারকে জানান। ভিডিও দেখে সুজিতকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এরপর হিলি থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। পরে পুনে থেকে সুজিতকে উদ্ধার করে আনে।
তবে কীভাবে বিহার থেকে সুজিত মহারাষ্ট্রে পৌঁছলেন, তা এখনও স্পষ্ট নয়। ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা ঝন্টু দাস বলেন, ‘আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশ আমাদের ছেলেকে ফিরিয়ে এনেছে।’ হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস জানান, ‘বুধবার ওই যুবককে উদ্ধার করে আনা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’