• ছেলের লাঠির আঘাতে মৃত্যু কালিয়াগঞ্জের প্রৌঢ়ের
    দৈনিক স্টেটসম্যান | ২০ নভেম্বর ২০২৫
  • ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে বাবা-ছেলের মধ্যে সামান্য ঝামেলা থেকে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। আর তার পরই রাগের মাথায় বাবাকে লক্ষ্য করে লাঠি ছুঁড়ে মারেন ছেলে। আহত হয়ে দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত প্রাণ হারালেন কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রামের প্রৌঢ় নির্মল রায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি এলাকার বাসিন্দা নির্মল। স্ত্রী মায়া রায় এবং দুই ছেলে, ভাস্কর ও শুভঙ্করকে নিয়ে থাকতেন তিনি। অভিযোগ, সোমবার দুপুরে ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে ছোট ছেলে শুভঙ্করের সঙ্গে বচসা বাধে নির্মলের। কথা কাটাকাটির মাঝেই রেগে গিয়ে বাবার দিকে লাঠি ছুঁড়ে মারেন শুভঙ্কর। লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান নির্মল।

    তাঁকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রায়গঞ্জ হাসপাতালে এবং পরে মালদহে স্থানান্তর করা হয়। দু’দিন চিকিৎসাধীন থাকার পরে বুধবার মৃত্যু হয় তাঁর। ঘটনার পরে গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুভঙ্করকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। এরপর মৃতের স্ত্রী মায়া রায় এবং ছোট ছেলে শুভঙ্করকে আটক করা হয়।

    ঘটনার সময় বাড়িতে ছিলেন না নির্মলের বড় ছেলে ভাস্কর রায়। কর্মসূত্রে শিলিগুড়িতে থাকাকালীন মায়ের কাছ থেকে বাবার অসুস্থতার খবর পান তিনি। ভাস্করের দাবি, বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার পুরো দৃশ্য। মৃতের ভাই শ্যামল রায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)