তৃণমূল নেতাকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পটাশপুর থানার পুলিশ। দিন কয়েক আগে দুই বিজেপি কর্মীর অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয় (অডিও-র সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান)। সেই অডিও-তেই তৃণমূল নেতাকে খুনের ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ। ওই অডিও-র সূত্র ধরে জয়দেব জানা নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ নভেম্বর পর্যন্ত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দাবি, ‘ভোটের আগে মিথ্যে অভিযোগ করে আমাদের কর্মীদের জেলে ভরার চেষ্টা করা হচ্ছে।’
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পটাশপুর থানার আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের সাতশতমালের বাসিন্দা বিজেপি কর্মী জয়দেব ও ইকরাম মল্লিক ফোনে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা ও স্থানীয় তৃণমূল প্রধান মালিক আলিকে খুনের চক্রান্ত করছিলেন। সেই অডিও ভাইরাল হতেই তৃণমূল কর্মীরা ওই দু’জনকে এই ফোন কলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরার দাবি, ‘ওই অডিও কল থেকেই জানতে পারি, আমাদের দু’জনকে খুনের জন্যে বসিরহাট থেকে দু’জন সুপারি কিলার ভাড়া করা হয়েছে।’ এরপর এগরা থানায় জয়দেব সহ ছ’জনের নামে অভিযোগ দায়ের করেন তিনি।