• ভারত-পাক যুদ্ধে ইসলামবাদের জয়গান মার্কিন রিপোর্টে, ‘কূটনৈতিক ব্যর্থতা’, মোদিকে তোপ কংগ্রেসের
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার বার ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে পর্যদুস্ত করার প্রচার চালিয়েছে নরেন্দ্র মোদি সরকার। যদিও দিল্লির বিপরীত কথা বলছে মার্কিন কংগ্রেসের একটি কমিটির রিপোর্ট। সম্প্রতি তারা ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানের সাফল্যের কারণ ব্যাখ্যা করেছে। মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন ওই রিপোর্টে বলা হয়েছে, অত্যাধুনিক চিনা অস্ত্রেই সাফল্য পেয়েছে ইসলামাবাদ। এই রিপোর্ট সামনে আসতেই মোদি সরকারের ‘কূটনৈতিক ব্যর্থতা’ নিয়ে কটাক্ষ করছে কংগ্রেস।

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পিওকে এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। এরপরেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বাঁধে। মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের রিপোর্টে বলা হয়েছে, চার দিনের সংঘর্ষে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্যে চিনা অস্ত্রের প্রদর্শনী দেখা গিয়েছে। আরও বলা হয়েছে, ভারতের রাফালে যুদ্ধবিমান ধ্বংসে পাকিস্তান চিনা অস্ত্র ব্যবহার করেছে। এই সাফল্যে চিনা অস্ত্রের বাণিজ্যিক মূল্য বেড়েছে।

    চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসতেই আসরে নেমেছে কংগ্রেস। এই বিষয়ে জয়রাম রমেশের বক্তব্য, ৮০০ পাতার রিপোর্টে ১০৮ ও ১০৯-এর পাতায় যা লেখা হয়েছে তা ‘বোধগম্যতার বাইরে’। কারণ সেখানে পহেলগাঁও হামলার পর অপারেশেন সিঁদুর তৎসহ ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানের ‘সাফল্যের কারণ’ ব্যাখ্যা করা হয়েছে।

    এই সুযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাক যুদ্ধবিরতিতে মধ্যস্থতার দাবির প্রসঙ্গ টেনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে রমেশ লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ৬০ বার মধ্যস্থতার দাবি করছেন। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নির্বাক। এবার মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের যে রিপোর্ট সামনে এসেছে, ভারতের পক্ষে তা গ্রহণযোগ্য নয়। বরং কূটনৈতিক ব্যর্থতা। কিন্তু প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রক কি উচ্চবাচ্য করছে?” এই বিষয়ে কী উত্তর দেয় শাসকপক্ষ, সেটাই এখন দেখার।
  • Link to this news (প্রতিদিন)