• তফসিলিদের কল্যাণে কাজের প্রমাণ কই, তপ্ত সংসদীয় কমিটি
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: কেন্দ্র সরকার দাবি করছে দেশে তফসিলি জাতি, উপজাতিদের জন্য কাজ হচ্ছে, অথচ সেই কাজ চোখে দেখা যাচ্ছে না! এই অভিযোগকে কেন্দ্র করে তপ্ত সংসদের সামাজিক ন্যায় বিচার বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক। বুধবারের বৈঠকে বিরোধী দলের সাংসদরা তো বটেই, এমনকি শাসক দলের সাংসদরাও এই অভিযোগে সরব হয়েছেন বলে জানা গিয়েছে।

    সূত্রের খবর, এদিন বিরোধী সদস্যদের সঙ্গে একই সুরে বিজেপি সাংসদরাও জানতে চান যদি তফসিলি জাতি, উপজাতিদের জন্য যে সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে সেগুলো কোথায় হচ্ছে। খাতায় কলমে তা দেখা গেলেও বাস্তবে তার কোনও অস্তিত্ব নেই বলেও সকলে একযোগে সরব হয়েছেন। কী কী কাজ হয়েছে, তার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সবকিছু বিস্তারিতভাবে জানানোরও দাবি তুলেছেন দলমত নির্বিশেষে কমিটির সদস্যরা।

    সূত্রের খবর, বৈঠকে কমিটি সদস্য তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মিতালি বাগ বাংলার প্রসঙ্গ টেনে বলেন, “বাংলার ক্ষেত্রে আপনারা রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তাহলে বাকি রাজ্যগুলির হাল এমন কেন?” রাজস্থানের কংগ্রেস সাংসদ মুরারিলাল মিনা প্রশ্ন তোলেন, যে সমস্ত দাবি করা হচ্ছে যে বাজার তৈরি করা হয়েছে, সবজি মাণ্ডি তৈরি করা হয়েছে, সেগুলি কোথায় হয়েছে? যদি হয়ে থাকে জনসাধারণ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জানতে পারছেন না কেন?

    ভারত আদিবাসী পার্টির সাংসদ রাজকুমার রোয়াটও অভিযোগ করেন, খাতায় কলমে সমস্ত প্রকল্পের অগ্রগতি দেখানো হলেও, বাস্তবে সেগুলির অস্তিত্ব সম্পর্কে জানা যাচ্ছে। না এবং সাধারণ মানুষের চোখেও পড়ছে না। তাহলে কোথায় এই সমস্ত কাজ হয়েছে? যদিও কোন প্রশ্নেরই জবাব মেলেনি এদিন।
  • Link to this news (প্রতিদিন)