সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনিল আম্বানির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এক হাজার ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন করে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। নতুন করে সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে মোট নয় হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ফের ইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাঁকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে চলা মামলার তদন্তের জন্য তলব করা হয়। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ইডির সমন এড়ালেন। গত আগস্ট মাসে আম্বানিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা।
কিছুদিন আগে, অনিলকে নোটিস পাঠায় শীর্ষ আদালত। একই সঙ্গে ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় সরকারকেও নোটিস পাঠানো হয়েছে। অনিলের বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্কে জালিয়াতির অভিযোগও রয়েছে। আর কমের প্রাক্তন কর্ণধারের বিরুদ্ধে যাবতীয় তদন্ত আদালতের নজরদারিতে করা হোক, এই দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা ইএএস শর্মা ওই মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, এই মামলার তদন্ত হচ্ছে একপাক্ষিক। শুধু অনিলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এই কেলেঙ্কারিতে যে ব্যাঙ্ক কর্মীরাও যুক্তি থাকতে পারেন, সেই দিকটার তদন্তই হচ্ছে না।
প্রসঙ্গত, অনিলের সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের।