গেরগান্ডা ব্রিজে ফাটল, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: এশিয়ান হাইওয়েতে বীরপাড়ার গেরগান্ডা ব্রিজে দেখা গেল ফাটল। ব্রিজের একটি অংশ বসে গেছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, এই ব্রিজের এপ্রোচ রোডে আগেই ধস নেমেছিল।
এই ঘটনার জেরে ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল বন্ধ করেছে প্রশাসন। বীরপাড়া এলাকার গেরগান্ডা নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। জানা গিয়েছে, ভোর তিনটে থেকে সব ধরনের বড় গাড়ি চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্রিজের উপর। কিছু মাস আগেই, সংস্কারের কাজ শুরু হয়। জ্যাক ব্যবহার করে হাইড্রোলিক পদ্ধতিতে বসে যাওয়া সেতুটি উপরে তোলার চেষ্টা করা হয়। কিন্তু ওই পদ্ধতি ব্যর্থ হয়।
বেশ কয়েক মাস আগেই ক্ষতিগ্রস্ত হয় এই ব্রিজ। এর পরেই মেরামতের কাজ শুরু হয়েছিল এই ব্রিজে। নিরাপত্তার কারণে অল্প কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। বাংলা এবং উত্তরপূর্ব ভারতের অর্থনীতিতে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা উত্তর-পূর্ব ভারতে যাওয়ার অন্যতম প্রধান সংযোগকারী পথ এই হাইওয়ে। সেই কারণেই এই ব্রিজে ফাটল মেরামতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।
এশিয়ার বিভিন্ন দেশের সংযোগকারি অন্যতম রাস্তা এটি। ভারত থেকে ভুটানগামী রাস্তা এই এশিয়ান হাইওয়ে। যদিও, আচমকা এই পদক্ষেপের ফলে রাস্তার দু’ধারে আটকে পড়েছে কয়েক হাজার পণ্যবাহী ও অন্যান্য বড় যানবাহন। কিছু বছর আগে জাতীয় সড়কটি এশিয়ান হাইওয়েতে পরিবর্তিত করা হয়। সেই সময় রাস্তা চওড়া করা হয়। তবে রাস্তা চওড়া করা হলেও পুরোনো সেতুগুলি পরিবরতনা করা হয়নি।