• বর্ধমান মেডিক্যালে ফের রক্ত ‘বিভ্রাট’, এক রোগীর বরাদ্দ রক্ত পেলেন অন্য মহিলা!
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: ফের এক রোগীর জন্য বরাদ্দ করা রক্ত অন্য রোগীর পরিবারের হাতে দেওয়ার ঘটনা ঘটল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত এক একমাসের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। বুধবার সংবাদমাধ্যমের কাছে এই খবর জানতে পেরে দ্রুত হাসপাতালের নার্সিং সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি করেছেন মেডিক্যালের সুপার তাপস ঘোষ। দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন সুপার।

    জামালপুরের পারাতলের বাসিন্দা দোলন মালিক উচ্চ রক্তশর্করাজনিত সমস্যা, বমি ও পেটে ব্যথা নিয়ে এইচসিসিইউ-১ এর ৫ নম্বর বেডে ভর্তি হন। অন্যদিকে একই ওয়ার্ডে কিডনির সমস্যা নিয়ে ৭নম্বর বেডে ভর্তি ছিলেন গলসির উচ্চগ্রামের বাসিন্দা পুতুল বাগ। তাঁকে এক ইউনিট রক্ত দেওয়াও হয়। কিন্তু তাঁর আরও রক্তের প্রয়োজন ছিল। এদিকে, মঙ্গলবার রাতে দোলনের পরিজনদের ডেকে রক্তের রিকিউজিশন দেওয়া হয়। দোলন মালিকের পরিবারের অভিযোগ, তাদের রোগিনীর নাম ধরে ডেকে রক্তের রিকুইজিশন দেওয়া হয় ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের তরফে এবং বলা হয় রক্ত লাগবে দ্রুত রক্ত নিয়ে আসুন। সেইমতো তাঁরা হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্তের জন্য রিক্যুইজিশন জমা দেন।

    কিন্তু ডোনার না থাকায় মঙ্গলবার ব্ল‍্যাডব্যাঙ্ক থেকে তাঁরা রক্ত পাননি। অন্যদিকে ইসিজি ও ইউএসজি-র রিকাইজেশন নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে রোগিনীর পরিবার জানতে পারেন তাঁদের যে কাগজ দেওয়া হয়েছে সেগুলো পুতুল বাগ নামে অন্য এক রোগীর। এরপরেই ভুল ধরা পরে। তার পর সংশোধন করা হয় রিকিইজিশন স্লিপ। হাসপাতাল সুপার বলেন, “কেন এই ভুল হল, সেটা আমরা দেখছি। ভবিষ্যতে যাতে না হয় আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকব। একই সঙ্গে, রোগীর পরিজনদের কাছেও অনুরোধ থাকবে, তাঁরাও কোনও নথি নেওয়ার আগে যেন দেখে নেন। তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যাবে।”
  • Link to this news (প্রতিদিন)