পাথরপ্রতিমায় বিডিওর গাড়িতে আগুন, পুড়ল পরপর বাড়ি ও দোকান! নেপথ্যে কোন কারণ?
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাতের অন্ধকারে পাথরপ্রতিমায় দুষ্কৃতী তাণ্ডব! একের পর এক দোকান, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, খোদ পাথরপ্রতিমার বিডিওর গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। পুলিশের দাবি, এই ঘটনা একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব নয়। ফলে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, ”পাথরপ্রতিময় এমন ঘটনা ঘটা বিস্ময়কর। এখনও পর্যন্ত এই ঘটনা কারা ঘটালো তার কোন সূত্র মেলেনি। পুলিশ তদন্ত করছে।”
স্থানীয়দের দাবি, তখন ঘড়ির কাঁটায় রাত একটা। হঠাৎ করেই তাঁরা দেখতে পান দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান একেবারে দাউ দাউ করে জ্বলছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। আসে বিশাল পুলিশ বাহিনী। এরমধ্যে স্থানীয় মানুষজন দেখেন, কিছুটা দূরে বিডিওর গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিও পুড়ছে। স্থানীয় মানুষজনই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গাড়িটি প্রায় একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে।
এখানেই শেষ নয়, ঘটনার বেশ কিছুটা দূরে গ্রামের ভিতরে স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি। গোয়ালে থাকা দুটি গরু, দুটি মোটরসাইকেল পুড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে এলাকার মানুষজন। এহেন হামলার নেপথ্যে কে বা কারা তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকরা।