শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: অসহ্য কাজের চাপ! অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। এবার রায়গঞ্জ। গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন পেশায় শিক্ষক বিএলও কৃষ্ণপদ সরকার। পরিবারের দাবি, কর্তব্যরত অবস্থায় মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার কাজ থেকে অব্যাহতির জন্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আবেদনও জানিয়েছিলেন। মানসিক চাপ থেকে এই ঘটনা বলে দাবি পরিবারের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কৃষ্ণপদ সরকার।
এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষের মুখে। কিন্তু এখনও কাটেনি আতঙ্ক। রয়েছে একাধিক প্রশ্ন। রয়েছে দেশছাড়া হওয়ার আতঙ্কও। যার পরিণতি ভয়ঙ্কর। ইতিমধ্যে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন, এমন অভিযোগও উঠছে। বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলও’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপের কারণেই এই চরম সিদ্ধান্ত। শুধু তাই নয়, ফর্ম বিলির সময় সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন কোন্ননগরের আরও এক বিএলও।
এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন বিএলও কৃষ্ণপদ সরকার। তিনি রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ জুগিয়ামাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রায়গঞ্জের কসবা মহেশো এনএমহাই মাদ্রাসা ২০৬ নম্বর বুথে নিযুক্ত ছিলেন। কাজ করতে করতেই হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান কৃষ্ণপদবাবু। তাঁর স্ত্রী তাপসী সরকার বলেন, ”একাধিকবার বলেছিল চাপ নিতে পারছি না। এমনকী কাজ থেকে অব্যাহতির জন্যও আবেদন জানিয়েছিলেন।” অন্যদিকে খবর পেয়ে চিকিৎসাধীন শিক্ষককে দেখতে ছুটে গিয়েছেন উত্তর দিনাজপুর প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের চেয়ারম্যন নাজিবুল হক। পরে তিনি জানান, ”চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”