মাত্র এক বছরের মধ্যেই শেষ বিচারপ্রক্রিয়া! নাবালিকাকে যৌন নির্যাতনে ২০ বছরের কারাদণ্ড
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের সাফল্য আদালতের। এবার, এক বছরের মধ্যেই দোষী সাব্যস্ত পক্সো আইনে অভিযুক্ত। নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ আদালতের।
এক নাবালিকাকে যৌন নির্যাতন করা এবং সেই প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে দোষী যুবক। ঘটনাটি ঘটে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পারুলিয়া কোস্টাল থানা এলাকায়। যাবতীয় তথ্য-প্রমাণ এবং পুলিশি সহযোগিতার ভিত্তিতে এবং সরকারি আইনজীবীর তৎপরতায় আদালত অল্প সময়ের মধ্যেই এই সাজা ঘোষণা করেছে।
ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, দোষী সাব্যস্ত ওই যুবকের নাম রহিদুল আদলদার। পারুলিয়া কোস্টাল থানা এলাকার এক নাবালিকাকে বছরখানেক আগে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে রহিদুলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। রহিদুলের বিরুদ্ধে আরও অভিযোগ, নির্যাতনের কথা সকলকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে রহিদুল ওই নাবালিকাকে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করে।
ওই নাবালিকার বাবা বাইরে থাকেন। গৃহ পরিচারিকা মা পুলিশকে লিখিত অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার ৫২ দিনের মাথায় ডায়মন্ডহারবার আদালতে চার্জশিট জমা করে পুলিশ। আদালত এক বছরের মধ্যেই অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে ২০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। নিগৃহীতাকে ৩ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এমন অপরাধের জন্য দোষীর বিচার হওয়ায় খুশি অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব পুলিশ আধিকারিক এবং সরকারি আইনজীবীকে ধন্যবাদ জানান তিনি।