অসম্ভব কাজের চাপে সেরিব্রাল অ্যাটাক! কোন্নগরের সেই বিএলওকে অব্যাহতি দিল কমিশন
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কোন্নগরের বিএলও তপতী বিশ্বাস। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। বিষয়টা জানাজানি হতেই এবার সেই বিএলওকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। ওই বিএলওর স্বামী জানিয়েছেন, “কিছুটা স্থিতিশীল তপতী। ওকে বিএলওর কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
রাজ্যে চলছে এসআইআর। এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা। জানা গিয়েছে, বিএলওর দায়িত্ব পেয়েছেন হুগলির কোন্নগরের বাসিন্দা, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী তপতী বিশ্বাস। অন্যান্যদিনের মতোই বুধবার ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। এর ফলে তাঁর বাম দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তপতীদেবীর স্বামী প্রবীর বিশ্বাসের দাবি, এসআইআর সংক্রান্ত প্রবল কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তপতী। মানসিক চাপ নিতে পারছিলেন। সেই কারণেই এই ঘটনা। বিষয়টা জানাজানি হতেই কমিশনের তরফে তপতীকে বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আপাতত স্থিতিশীল মহিলা।
প্রসঙ্গত, বাংলায় এসআইআর ঘোষণার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। আমজনতার মনে হাজার প্রশ্ন-ভয়। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তবে শুধু তা-ই নয়, বিএলওরা কাজের চাপে আত্মহত্য়া করছেন, এমন অভিযোগও উঠছে।