‘অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে’, হাকিমপুর সীমান্তে ভিএইচপির বিক্ষোভে উত্তেজনা
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশে ফিরছেন অনেকেই। বিভিন্ন সীমান্ত এলাকায় বাড়ছে ভিড়। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তও। আজ বৃহস্পতিবার সেখানেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে, সেই দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। একেবারে ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তাঁরা বিক্ষোভ দেখান। পালটা পথে নামে স্থানীয় মানুষজনও। অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। আর তা নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, পড়ে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ, সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যমকেও।
কেউ ভারতে রয়েছেন পাঁচবছর, কেউ ২ বছর, কেউ আবার অনেক বেশি। তবে তাঁরা সকলেই অনুপ্রবেশকারী। বিএসএফের চোখে ধুলো দিয়ে বাংলাদেশ থেকে প্রবেশ করেছিলেন ভারতে। তারপর এদেশেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এসআইআর ঘোষণা হতেই রাতারাতি বদলে গিয়েছে ছবিটা। এসআইআর চালু হতেই ফের বাংলা ছাড়ার হিড়িক অনু্প্রবেশকারীদের। বসিরহাট মহকুমার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট হয়ে গত কয়েকদিনে শ’য়ে শ’য়ে মানুষ বাংলাদেশ ফিরেছেন বলে খবর। এদিন সকাল থেকে একইভাবে হাকিমপুর সীমান্ত দিয়ে বহু মানুষ ওপারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
সেই সময় হঠাৎ করে স্বরূপনগরের হাকিমপুর বিএসএফ চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের দাবি, অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করতে হবে। যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে স্থানীয় মানুষজনও পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, বিজেপি শাখা সংগঠনগুলি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। ঘটনার পরেই এলাকায় ছুটে যায় বিশাল পুলিশবাহিনী।