• জোকা-মাঝেরহাট লাইনে এ বার শনিবারও মেট্রো, গ্রিন লাইনেও বাড়ছে ট্রেন
    এই সময় | ২০ নভেম্বর ২০২৫
  • কলকাতা মেট্রোর জোকা-মাঝেরহাটের পার্পল লাইনের জন্য সুখবর। এ বার শনিবারও ওই লাইনে মিলবে মেট্রো। ২২ নভেম্বর থেকে চালু হবে এই পরিষেবা। এ বার থেকে প্রতি শনিবার, জোকা ও মাঝেরহাটের মধ্যে ২০টি করে আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে। ২১ মিনিট অন্তর চলবে মেট্রো।

    জোকা থেকে মাঝেরহাট: দুপুর ১টা ২৫

    মাঝেরহাট থেকে জোকা: দুপুর ১টা ৪৯

    জোকা থেকে মাঝেরহাট: রাত ৮টা ১১

    মাঝেরহাট থেকে জোকা: রাত ৮টা ৩২

    গ্রিন লাইনের জন্যও বাড়ছে মেট্রো। কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এ বার শনিবার গ্রিন লাইনে ১০১ জোড়া আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে। এতদিন ১৮৬টি মেট্রো চলত। ২২ নভেম্বর থেকে শুরু হবে অতিরিক্ত মেট্রোর পরিষেবা।

    সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান: ভোর ৬টা ৩২

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫: ভোর ৬টা ৩০

    সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান: রাত ৯টা ৪৭

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫: ভোর ৯টা ৪৫

    এছাড়া, কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, নিরাপত্তা আরও কড়া করতে এ বার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে।

  • Link to this news (এই সময়)