• চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, হাসপাতালে ভর্তি কামারহাটির বাসিন্দা, SIR ‘আতঙ্ক’ বলে দাবি পরিবারের
    এই সময় | ২০ নভেম্বর ২০২৫
  • ‘SIR’ আতঙ্ক কাটছে না কিছুতেই। ভোটার তালিকার নিবিড় সংশোধনের ভয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন কামারহাটি বাসিন্দা বলে দাবি পরিবারের। গুরুতর জখম অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম অশোক সরদার (৬৩)। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

    জানা গিয়েছে, কামারহাটি পুরসভার প্রফুল্লনগর লো ল্যান্ডের বাসিন্দা অশোক। বুধবার রাতে বেলঘরিয়া ও দমদমের মাঝে সিসিআর ব্রিজের সামনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। রেলযাত্রীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন

    পরিবারের দাবি, এসআইআর সম্পর্কিত নথি নিয়ে অশোক দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। বিশেষ করে ২০০২ সালের তালিকায় তাঁর এবং তাঁর স্ত্রীর নাম না থাকায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যদিও তাঁর বাবা, মা, দাদা, বৌদি ও অন্যান্য পরিবারের সদস্যদের নাম ২০০২-এর তালিকায় রয়েছে।

    খুবই অল্প সময়ের ব্যবধানে SIR প্রক্রিয়া ‘অপরিকল্পিত’ ভাবে করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি লিখেছেন তিনি। সাধারণ নাগরিকদের পাশাপাশি SIR-এর কর্মযজ্ঞ নিয়ে BLO-রাও মানসিক চাপে রয়েছেন বলেও সেই চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)