• এই রুটে কেন? মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে বাস আটকে দিলেন অটোচালকরা, মধ্যমগ্রামে ‘দাদাগিরি’
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • বাসের নতুন রুট চালু হয়েছে, যাত্রীরাও উঠছেন। আর তাতেই গোঁসা চরমে ওই রাস্তায় চলা অটোচালকদের। প্রথম থেকেই বারাসত-ডানকুনি রুটে বাস চালানোয় বাধা দেওয়ার অভিযোগ উঠছিল অটো চালকদের বিরুদ্ধে। এ বার তা চরমে উঠল, বাস থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল অটোচালকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যমগ্রামের চৌমাথার ঘটনা।

    ৭ নভেম্বর, চালু হয়েছিল বারাসত-ডানকুনি রুটের বাস। প্রথম থেকেই এই রুটে বাস চালাতে দিতে চাইছিলেন না ওই রুটের অটো চালকরা। বৃহস্পতিবার মাঝরাস্তায় কার্যত গা-জোয়ারির ছবি দেখলেন যাত্রীরা।

    এ দিন সন্ধ্যায় বারাসত থেকে ডানকুনির দিকে যাচ্ছিল রুটের একটি বাস। ওই বাসটি মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছতেই অটো চালকরা রাস্তায় আটকান বলে অভিযোগ। তাঁদের বলতে শোনা যায়, এই রুটে অটো চালিয়ে ২ হাজার মানুষের পেট চলে। বাস চললে অটোর যাত্রী কমে যাবে, তাঁদের পেটে লাথি পড়বে। এই কারণেই এই রুটে কোনও বাস চালাতে দেওয়া হবে না বলে দাবি করেন তাঁরা। ঝামেলা শুরু হতেই খবর যায় মধ্যমগ্রাম থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে, তারপরেও পিছু হঠেননি অটোচালকরা। তাঁরা কোনওভাবেই বাস চালাতে দেননি এ দিন। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

    ঝামেলার খবর শুনে আসে ওই রুটের বাসের মালিকরা। অটো চালক ইউনিয়নের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। কিন্তু কোনও সুরাহা মেলেনি। বারাসত বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, তারা সব সরকারি নিয়ম মেনে এবং রুট-পারমিট নিয়ে রাস্তায় বাস নামিয়েছেন। তাহলে কোন ক্ষমতা বলে বাস আটকাতে পারে অটো চালকরা? বিষয়টি নিয়ে প্রবল দুশ্চিন্তায় বাস মালিকরা। প্রত্যেকেই লোন নিয়ে বাস কিনে রুটে নামানো হয়েছে, বাস যদি চলতে না দেওয়া হয় তাহলে কী ভাবে সেই লোন মেটানো যাবে, সেই প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)