হরমনপ্রীতকে ডি-লিট দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
আজকাল | ২১ নভেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ভারতের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ডি-লিট সম্মানে সম্মানিত করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
জানা যাচ্ছে, এবারে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতীয় মহিলা অধিনায়ককে আমন্ত্রণ জানানো হবে। সেখানেই তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হবে।
প্রথমে যাদবপুরের তরফে মৌখিক ভাবে সম্মতি জানানো হয়েছিল। কিন্তু এবার শীঘ্রই সরকারিভাবে ঘোষণা হতে চলেছে হরমনকে এই বিশেষ সম্মান দেওয়ার কথা।
জানা গিয়েছে, হরমনপ্রীতকে ডি-লিট দেওয়া নিয়ে ইতিমধ্যেই জোর পরিকল্পনা চলছে বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি, যাদবপুরের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
রাজভবনের তরফেও মিলে গিয়েছে গ্রিন সিগনাল। গত ২৩ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য।
তিনি দায়িত্ব গ্রহণের পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে ডি-লিট উপাধি দেওয়া দেওয়া হবে।
জানা গিয়েছে, এই পরিকল্পনাকে মাথায় রেখেই বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল প্রস্তাবে সম্মতি তো জানিয়েইছেন, পাশাপাশি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈঠকেও আলোচনার করার অনুমতি দিয়েছেন।
তবে এবারে সমাবর্তন অনুষ্ঠানের শুধু একা হরমনপ্রীত নন, সম্মান জানানোর কথা রয়েছে আরও কয়েকজন বিশিষ্টজনকে।
সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও শিবকুমার কল্যাণরামন।
সেই প্রস্তাবেও রাজভবনের থেকে মিলেছে গ্রিন সিগনাল পাওয়া গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘হরমনপ্রীত কৌরকে সম্মান জানানোটা আনন্দের হবে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে। তিনি না এলে ডিআরডিও চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হবে।’