এত কম এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে কেন? উত্তর কলকাতার সাত বিএলও-কে শোকজ় করল কমিশন
আনন্দবাজার | ২০ নভেম্বর ২০২৫
উত্তর কলকাতার বেলেঘাটার সাত জন বুথ স্তরের আধিকারিক (বিএলও)-কে শোকজ করল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম খুবই কম ডিজিটাইজড হওয়ায় তাঁদের কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে কমিশন। শুক্রবারের মধ্যেই ওই সাত বিএলও-কে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
ভোটারদের পূরণ করা এনুমারেশন ফর্ম সংগ্রহের পরে তা, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ডিজিটাইজ়ড করতে হয় বিএলও-দের। কমিশন সূত্রের খবর, বেলেঘাটার ওই সাত বিএলও খুব কম সংখ্যক এনুমারেশন ফর্ম ডিজিটাইজ় করেছেন। ওই সূত্র জানাচ্ছে, অন্যত্র সংগ্রহ করা এনুমারেশন ফর্মের প্রায় ৩০% ডিজিটাইজ করা হয়ে গিয়েছে। অথচ বেলেঘাটার ওই সাত বিএলও মাত্র ৪-৮ শতাংশ ফর্মই ডিজিটাইজ় করেছেন। কেন এত কম ফর্ম ডিজিটাইজ হয়েছে, সেই ব্যাখ্যা জানতে চেয়েছে কমিশন।
কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে ৯৯.৭৩ শতাংশ ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। সার্বিক ভাবে রাজ্যে প্রায় ২৫.৫ শতাংশ ফর্ম ডিজিটাইজ়েশনও হয়ে গিয়েছে। এনুমারেশন ফর্ম বিলি এবং জমা নেওয়ার প্রক্রিয়ার জন্য এক মাস সময় রেখেছে কমিশন। গত ৪ নভেম্বর থেকে তা শুরু হয়েছে। শেষ হবে আগামী ৪ ডিসেম্বর। তার পরে আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ফর্ম বিলি এবং জমা নেওয়ার এটি তৃতীয় সপ্তাহ চলছে। হাতে আর বেশি সময় বাকি নেই। তাই এই প্রক্রিয়ায় আরও গতি আনতে চাইছে কমিশন।
‘ভোটচুরির সঙ্গে জনপ্রতিনিধি চুরি করাও মমতার রাজনৈতিক ধরন’, কমিশনকে পাল্টা চিঠি বিরোধী দলনেতা শুভেন্দুর
বিএলও-দের পাঠানো ওই শোকজ় নোটিসে কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ডিজ়িটাইজ়েশনের কাজ খুবই শ্লথ। এতটাই শ্লথগিতে ডিজ়িটাইজ়েশন চলছে, যে তা উল্লেখ করার মতো অবস্থাতেও নেই। গোটা বিধানসভা এলাকাতেই এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে কমিশন। সেই কারণে শুক্রবার দুপুর ১২টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে ওই বিএলও-দের।