• সম্পর্কের টানাপোড়েনের মাঝে গঙ্গায় নেমে নিখোঁজ যুবক, আত্মহত্যা নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: সম্পর্কের টানাপোড়েনের মাঝে গঙ্গায় নেমে নিখোঁজ যুবক। সাঁকরাইলের রাজগঞ্জ ঘাটে গিয়ে গঙ্গায় নামেন ওই যুবক। সন্দীপ মালিক নামে বছর একুশের ওই যুবকের খোঁজে গঙ্গায় তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। তবে গঙ্গার ঘাট থেকে সন্দীপের জামা, প্যান্ট, মানিব্যাগ ও মোবাইল উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, সাঁতার জানতেন না তিনি। তবে কি আত্মহত্যা করেছেন সন্দীপ নাকি অন্য কিছু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

    গঙ্গার ধারে থাকা কানন পাল নামে প্রত্যক্ষদর্শী এক মহিলা বৃহস্পতিবার জানান, জামা, প্যান্ট মোবাইল রেখে গঙ্গায় নামেন ওই যুবক। রাত পর্যন্ত আর তাঁর খোঁজ মেলেনি। গঙ্গার ঘাটে এখনও পড়ে রয়েছে যুবকের জামা, প্যান্ট, মোবাইল পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। যুবকের মোবাইল থেকেই তাঁর বাড়ি ও থানায় ফোন করেন। খবর পেয়ে বুধবার রাতেই রাজগঞ্জের গঙ্গার ঘাটে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। ডুবুরি নামিয়ে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন তাঁরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ মেলেনি।

    যুবকের কাকা রবিশংকর মালিক বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘‘বুধবার সন্ধ্যা পর্যন্ত ভাইপো বাড়ি না ফেরায় আমরা ওর খোঁজ শুরু করি। ও বুধবার বিকেলে নাচের স্কুলে গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে। আমরা সব জায়গায় খোঁজ করি। তারপর পুলিশ জানায় ও গঙ্গায় নেমে নিখোঁজ গিয়েছে। সন্দীপ সাঁতার জানত না। তা সত্ত্বেও ও গঙ্গায় কেন নামল বুঝতে পারছি না। রাত থেকে গঙ্গার ধারে বসেছিলাম। পুলিশ রাতভর তল্লাশি চালিয়েও ভাইপোর খোঁজ মেলেনি।’’ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সন্দীপের মোবাইলে বন্ধুদের দেওয়া সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটি ভয়েস মেসেজ পাওয়া গিয়েছে। ওই ভয়েস মেসেজে কী রয়েছে, তা পুলিশের তরফে জানানো হয়নি। সন্দীপ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)