মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে কলকাতায় গা ঢাকা, পুলিশের স্ক্যানারে একের পর এক আফগান
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও রাজ্যে গা ঢাকা দেওয়ার অভিযোগ। পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই আফগান। পুলিশের সূত্র জানিয়েছে, ধৃত দুই আফগানের নাম রহমতুল্লাহ খাকসার ও নিয়াজ মহম্মদ। তারা দু’জনই বেশ কয়েক বছর ধরে কলকাতায় থাকত। ওয়াটগঞ্জের বাসিন্দা ছিল তারা। তারা ব্যবসাও করত শহরে। কিন্তু ৫ বছর আগেই তাদের শহরে থাকার জন্য অনুমতির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তারা মেয়াদের পুনর্নবীকরণ না করে শহরে গা ঢাকা দেয়। অভিযোগ, তারা ভুয়ো ভারতীয় পরিচয়পত্রও সংগ্রহ করে ফেলে। এরপর থেকে তারা শহরে থাকছিল।
সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কোন আফগান, বাংলাদেশ ও পাক বাসিন্দা কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তার সন্ধান চালাতে শুরু করেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অফিসের গোয়েন্দারা তদন্ত করে জনতে পারেন যে, রহমতুল্লাহ ও নিয়াজ ভুয়ো পরিচয় দিয়ে ব্যবসার কাজও করছে। সম্প্রতি তাদের দু’জনকেই জেরার জন্য তলব করা হয়। এর পরই তারা যে বেআইনিভাবে শহরে রয়েছে, তার প্রমাণ পাওয়ার পরই তাদের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই এসসিও তাদের গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে তাদের বেআইনিভাবে শহরে থাকার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দিনকয়েক আগে ওয়াসিম আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ওয়াসিমের বাড়ি কাবুলের লক্ষ্যগড়ে। সেখানে এ বি ওয়াহাব নামে তার নামে লুকআউট নোটিস জারি ছিল। সেখান থেকে পালিয়ে জাল পাসপোর্ট দিয়ে ভারতে ঢুকেছিল সে। গ্রেপ্তার হওয়ার পর ওয়াসিমের কাছে দুটি পাসপোর্ট উদ্ধার হয়। একটি নাসির আহমেদ নামে, তা আফগানিস্তানের পাসপোর্ট। অপরটি ভারতীয় পাসপোর্ট, সেখানে তার নাম নাসির খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জাল ভারতীয় পাসপোর্ট দেখিয়ে দমদম বিমানবন্দর থেকে কুয়ালালামপুর যাচ্ছিল ওয়াসিম আহমেদ। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে। কী উদ্দেশে ভারতে ঢুকেছিল, এখানে কী করত, কাদের সঙ্গেই বা যোগাযোগ ছিল তার, সব খতিয়ে দেখা হচ্ছে।