• নাশকতা এড়াতে এবার AI সুরক্ষা, দিল্লি বিস্ফোরণের পর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ১৫ নিরীহ প্রাণ খোয়া গিয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা মেট্রোর সুরক্ষাবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ। এতে সুরক্ষা এবং নজরদারি ? দুইই আরও বাড়বে বলে দাবি। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এআই-এর সাহায্যে শুধু সুরক্ষা বাড়ানোর কাজই হবে, তা নয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সন্দেহভাজন সব কিছুই আগে থেকে শনাক্ত করে সাবধান করতে সক্ষম নয়া প্রযুক্তি।

    গত ১০ নভেম্বর, সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরক বোঝাই গাড়িতে নাশকতার জেরে প্রাণ হারাতে হয়েছে ১৫ জন নিরীহ মানুষকে। তাতে মেট্রো স্টেশনের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন উঠেছে, কীভাবে এত বিস্ফোরক-সহ গাড়ি মেট্রো স্টেশনের বাইরে দাঁড় করানো হল? কেন কেউ টের পেলেন না? এসব থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা বৃদ্ধিতে ভাবনাচিন্তা শুরু করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়, এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। এই ব্যবস্থা সামগ্রিকভাবে ভারতীয় রেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 

    অনেক সময় সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু স্ক্যানারের নজরদারি এড়িয়ে যায়। যার জেরে একাধিক দুর্ঘটনা অথবা নাশকতা ঘটতে পারে। তা এড়ানোর জন্য মেট্রোল স্টেশনের বাইরে এবং ভিতরে এআই-এর সাহায্য নিয়ে বেশ কিছু ক্যামেরা বসানো হবে। যার নজরদারি এড়াতে পারবে না কেউ। কর্তৃপক্ষের মতে, কোনও সন্দেহজনক গাড়ি বা মানুষের গতিবিধি, অবৈধ প্রবেশ ? সবই ধরা পড়বে ওই ক্যামেরাগুলিতে। এমনকী মেট্রো লাইনে কেউ ঝাঁপ দিতে উদ্যত হলে, তারও আগাম বার্তা দিতে সক্ষম অত্যাধুনিক ক্যামেরা। এসব সিগন্যালের মাধ্যমে সেই সতর্কবার্তা পৌঁছে যাবে মেট্রোর কন্ট্রোলরুমে। ফলে অপ্রীতিকর কোনও ঘটনা সহজে এড়ানো সম্ভব হবে। এছাড়া সর্বক্ষণ মেট্রো স্টেশনের চারপাশে নজরদারিতেও কাজে লাগবে এআই প্রযুক্তির এসব ক্যামেরা। তবে কবে এসব বসানো হবে, কবে থেকেই বা কাজ শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
  • Link to this news (প্রতিদিন)