পার্ক স্ট্রিটে হোটেলের ঘর থেকে উধাও বিদেশি পর্যটকের ডলার! তদন্তে পুলিশ
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: পার্ক স্ট্রিটের হোটেলের মধ্যেই এক বিদেশির কাছ থেকে রহস্যজনকভাবে ডলার চুরি! ঘরের ভিতরই জামাকাপড় ঝুলিয়ে রেখে হোটেলের ঘরের ভিতর ঘুমোচ্ছিলেন কোরিয়ার ওই বাসিন্দা। তখনই তাঁর প্যান্টের পকেট থেকে ৮৫০ ডলার হাতিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়, অভিযোগ এমনই। এই ব্যাপারে ওই বিদেশি পর্যটক পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, কোরিয়ার সিওলের বাসিন্দা ওই ব্যক্তির নাম সাংঘো জাং। কিছুদিন আগে তিনি কলকাতায় পর্যটনে আসেন। পার্ক স্ট্রিট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে তিনি ওঠেন। বুধবার রাতে চারতলার ঘরে খাওয়াদাওয়া করেন। ভোর পর্যন্ত কাজও করেন। এরপর ভোর চারটে নাগাদ তিনি ঘুমোতে যান। ঘরের ভিতর জামাকাপড় ছেড়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছিলেন। তাঁর প্যান্টের পকেটে ছিল বিদেশি মুদ্রা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। সকাল আটটা নাগাদ তিনি ঘুম থেকে ওঠেন। হ্যাঙ্গারে ঝোলানো জামাকাপড়ের অবস্থান দেখে তাঁর সন্দেহ হয়। তিনি প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন, ভিতর থেকে উধাও ৮৫০ ডলার! কোথাও ওই ডলার না পেয়ে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। কিন্তু কেউ কোনও সদুত্তর দিতে পারেননি।
বৃহস্পতিবার তিনি পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করার পর পুরো হোটেলের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। রাতে হোটেলে বহিরাগত দুষ্কৃতী এসেছিল কি না, তা জানার চেষ্টা হচ্ছে। রাতে হোটেলের যে কর্মীরা ডিউটিতে ছিলেন, তা-ও জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তবে পুলিশের ধারণা, দুষ্কৃতীর কাছে চারতলার ওই ঘরের নকল চাবি থাকতে পারে। ওই চাবি খুলেই দুষ্কৃতী ডলার হাতানোর জন্য ভিতরে প্রবেশ করেছিল, এমন সম্ভব। পুলিশের মতে, ভোর চারটে থেকে সকালের মধে্যই ঘটনাটি ঘটেছে। চারতলার করিডরের সিসিটিভির ফুটেজের উপরই জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।