• রবার্ট ওয়াধেরার বিরুদ্ধে চার্জশিট
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ওয়াধেরার বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে জড়িত একটি আর্থিক তছরূপের মামলায় বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৬ ডিসেম্বর মামলার শুনানি। 

    গত জুলাই মাসে এই মামলায় রবার্টকে ৫ ঘণ্টা জেরা করে ইডি। অভিযোগ, ভান্ডারির নামে থাকা লন্ডনের দুটি বাড়ি আদতে রবার্টের বেনামি সম্পত্তি। গত জুলাই মাসে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট সহ আরও ১১ জনের বিরুদ্ধে গুরুগ্রামের একটি জমি হস্তান্তর সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করেছিল ইডি। অভিযোগ ছিল, বেআইনিভাবে জলের দরে সাড়ে তিন একরের ওই সম্পত্তি কিনে বিপুল অঙ্কে বিক্রি করেছেন ওয়াধেরা। 
  • Link to this news (বর্তমান)