• ২০১৭ সালের পর কেন বাড়েনি ফ্লোর ওয়েজ, প্রশ্ন তৃণমূলের, সদুত্তর নেই শ্রমমন্ত্রকের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৭ সালের আগস্ট মাসের পর আর ফ্লোর ওয়েজ বৃদ্ধিই করেনি কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যুতে বিজেপিকে চেপে ধরল তৃণমূল। কেন এর পরিমাণ বৃদ্ধি করা হয়নি, তার কোনও সদুত্তরই এদিন দিতে পারেনি শ্রমমন্ত্রক। ফলে সামগ্রিক বিষয়েই প্রবল অস্বস্তিতে মোদি সরকার। 

    বৃহস্পতিবার শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের প্রধান এজেন্ডা ছিল শ্রম কোড। সেই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, শ্রম কোডের প্রসঙ্গেই ফ্লোর ওয়েজের বিষয় উঠে আসে। আর এই ইশ্যুতেই বৈঠকে উপস্থিত মন্ত্রকের আধিকারিকদের চেপে ধরেন ঋতব্রত। প্রশ্ন করেন, ২০১৭ সালের ১ আগস্টের পর আর ফ্লোর ওয়েজ বাড়েনি কেন? যদি শ্রম কোডের অন্যতম এজেন্ডা ফ্লোর ওয়েজ বৃদ্ধি করা হয়, তাহলে এতগুলি বছর সরকার কেন চুপ ছিল? সূত্রের দাবি, এরই কোনও ব্যাখ্যা দিতে পারেননি শ্রমমন্ত্রকের আধিকারিকরা। প্রসঙ্গত, ২০১৭ সালের ১ আগস্ট নামমাত্র বৃদ্ধি করে ন্যাশনাল ফ্লোর ওয়েজ হয়েছিল ১৭৮ টাকা। শ্রম কোডের বিরোধিতায় এখনও সরব বাংলা। কেন্দ্রের চার শ্রম কোডের মধ্যে একটিতে বিরোধিতা জারি রেখেছে তামিলনাড়ু সরকারও।
  • Link to this news (বর্তমান)