মুম্বই: পুরভোটের আগে মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহাযুতি জোটে ফাটল আরও প্রকট হচ্ছে। বিজেপি, একনাথ সিন্ধের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি- তিন শরিকের মধ্যে দ্বন্দ্ব চরমে। এই আবহে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রর উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। জানা গিয়েছে, প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক চলে। সিন্ধে জানান, আসন্ন পুরভোটে জোটের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে কয়েকজন বিজেপি নেতা সেটা নষ্ট করছেন। এর জেরে সুবিধা পাচ্ছে বিরোধী শিবির। সম্প্রতি থানের কল্যাণ-ডোম্বিভালি সহ একাধিক জায়গায় স্থানীয় শিবসেনা (সিন্ধে) নেতাদের দলে নিয়েছে বিজেপি। বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি সিন্ধে শিবির। তাদের দাবি, এই আচরণ জোটধর্মের পরিপন্থী। জোটের মধ্যে অসন্তোষের জেরে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক বয়কট করেন সিন্ধেপন্থী শিবসেনার বেশ কয়েকজন মন্ত্রী। এরইমধ্যে পুরভোট নবাব মালিক নেতৃত্বাধীন এনসিপির সঙ্গে জোট না করার বার্তা দিলেন বিজেপি নেতা আশিস শেলার।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা নবাব মালিককে সামনে রেখে পুরভোটে লড়াই করতে পারব না। গত বছর বিধানসভার নির্বাচনের সময় এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনও সেটাই বজায় থাকবে। মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। নীতির সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়।’ শেলারের অভিযোগে কান দিতে নারাজ এনসিপি। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দলীয় নেতা বলেন, ‘আমাদের রাজনীতি কোনও ব্যক্তির উপর নির্ভরশীল নয়।’ প্রসঙ্গত, নবাব মালিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। অভিযোগ, দাউদ ইব্রাহিমের গ্যাংয়রে সদস্যদের সঙ্গে মিলে এই কাজ করেছিলেন নবাব। ২০২২ সালে সংশ্লিষ্ট ঘটনায় এনসিপি নেতাকে গ্রেফতার করে ইডি। বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত কারণে জামিনে বাইরে রয়েছেন তিনি।