• শিশুর ক্ষতে আঠা দিয়ে ব্যান্ডেজ! কাঠগড়ায় যোগীরাজ্যের হাসপাতাল
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • মিরাট: ফের বেআব্রু উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা! শিশুর ক্ষতস্থানে সেলাই করার পরিবর্তে আঠা দিয়ে ব্যান্ডেজ করলেন চিকিৎসক। মিরাটের একটি বেসরকারি হাসপাতালের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদপ্তর। মিরাটের সিএমও অশোক কাটারিয়া বলেন, বিষয়টি খুবই গুরুতর। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    জানা গিয়েছে, মিরাটের বাসিন্দা দু’বছরের শিশুটি খেলতে গিয়ে চোট পায়। তার কপালে ক্ষত তৈরি হয়। বাবা-মা সঙ্গে সঙ্গে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে এক চিকিৎসক তাঁদের পাঁচ টাকা দিয়ে একটি আঠার টিউব কিনে আনতে বলেন। ক্ষতস্থানে সেলাই করার পরিবর্তে সেখানে ওই আঠা লাগিয়ে ব্যান্ডেজ করে দেন চিকিৎসক। কিন্তু রাতে শিশুর ক্ষতস্থানে প্রবল ব্যথা শুরু হয়। পরদিন সকালে বাবা-মা তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ব্যান্ডেজ খুলতেই বিষয়টি বুঝতে পারেন। তিন ঘণ্টা চেষ্টার পর সেই আঠা তোলা হয়। তারপর ক্ষতস্থানে সেলাই করা হয়। পরে শিশুটির বাবা-মা অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরে অভিযোগ দায়ের করেন। 
  • Link to this news (বর্তমান)