• দেশবিরোধী কাজকর্মের অভিযোগ, কাশ্মীরে সংবাদপত্রের অফিসে হানা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ। বৃহস্পতিবার সকালে উপত্যকার একটি সংবাদপত্রের অফিসে হানা জম্ম-কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির। সূত্রের খবর, ‘কাশ্মীর টাইমস’ নামে সংবাদপত্রটির জম্মুর অফিস থেকে তিনটি একে ৪৭-র কার্তুজ, পিস্তলের গুলি ও তিনটি গ্রেনেডের লিভার পাওয়া গিয়েছে।  সংবাদপত্রের এগজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এক্ষেত্রে সন্ত্রাসবাদে উস্কানি, ভারতের সার্বভৌমত্ব ও ঐক্য বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভাসিন সহ সংবাপত্রটির দুই এগজিকিউটিভ এডিটর। যৌথ বিবৃতিতে তাঁরা পালটা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন। 

    প্রসঙ্গত, কাশ্মীর টাইমস জম্মু ও কাশ্মীরের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় সংবাদপত্রগুলির একটি। ১৯৫৪ সালের সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে এটি। ১৯৬৪ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হয়। অবশ্য ২০২১-২২ সাল থেকেই সংবাদপত্র প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কেবল অনলাইন প্রকাশনা চালু রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ রদের পর ইন্টারনেট পরিষেবায় কোপ পড়ে। এই ব্ল্যাকআউটকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আদালত ইন্টারনেটে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল। সাম্প্রতিক অতীতে সংবাদপত্রটি বেশ কয়েকবার প্রশাসনিক ও আইনি চ্যালেঞ্জর মুখে পড়ে। ২০২০ সালে তাদের শ্রীনগরের অফিস সিল করে দেওয়া হয়। 

    এদিন অফিসে পুলিশের তল্লাশি অভিযানের তীব্র নিন্দা করে দুই এগজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন ও প্রবোধ জাম্বওয়াল একটি যৌথ বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘সরকারের সমালোচনা ও দেশবিরোধী কাজে লিপ্ত হওয়া এক জিনিস নয়। এভাবে আমাদের ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা চলছে। যদিও এতে আমাদের দমানো যাবে না।’

    এবিষয়ে জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর সিং চৌধুরী বলেছেন, ‘যদিও ওঁরা কোনও ভুল করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া উচিত। ওঁদের ফল ভোগ করতেই হবে। তবে শুধু চাপ দেওয়ার জন্য যেন এই তদন্ত না হয়। কেউ যদি সত্য প্রকাশ করে, তবে তাকে চাপ দেওয়া উচিত নয়।’ পাশাপাশি কেন্দ্রের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ‘সবার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ হোক। বেছে বেছে করবেন না।’ 
  • Link to this news (বর্তমান)