• বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহেই, পদে কে, পদ্মশিবিরে জল্পনা তুঙ্গে
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। অবশেষে আগামী সপ্তাহেই দলের নয়া সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। দলের শীর্ষ সূত্রে এমনই খবর মিলেছে। আগামী ১ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। সেইমতো যাবতীয় প্রস্তুতি চলছে পদ্মশিবিরের অন্দরে। 

    ২০২০ সালের জানুয়ারি মাসে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব হাতে নিয়েছিলেন জে পি নাড্ডা। তারপর কয়েক দফায় তাঁর সভাপতিত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুসারে তিনি যে কোনও একটি দায়িত্বই সামলানোর অধিকারী। ইতিপূর্বে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিহার বিধানসভা নির্বাচনের পরেই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার বিহারে এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিহার পর্ব সমাপ্ত হতেই এবার দ্রুত নতুন সর্বভারতীয় সভাপতি বেছে নিতে চাইছে বিজেপি।

    জে পি নাড্ডার উত্তরসূরি হিসেবে বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান, ভূপেন্দ্র যাদবের নাম নিয়ে চর্চা হয়েছে। এমনকি আলোচনায় এসেছে বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের নামও। গেরুয়া শিবিরের অন্দরের খবর, নতুন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বেধে দিতে উদ্যোগী হয়েছে দল। সংঘও তাই চাইছে। এক্ষেত্রে ৫০ থেকে ৫৫ বছর বয়সিদেরই অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হয়েছে। কার ভাগ্যে শেষমেশ শিকে ছেড়ে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
  • Link to this news (বর্তমান)