শপথেই কাঁটা, মন্ত্রী তালিকায় নাম উঠল নীতীশের অপছন্দের বিজেপি নেতাদের, উপমুখ্যমন্ত্রী পদ পেল না চিরাগের দল
বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
পাটনা: এই নিয়ে দশমবার, বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে তাঁর সঙ্গেই শপথ নিয়েছেন ২৬ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৪ জন বিজেপির। আগের মতোই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। এছাড়া জেডিইউয়ের ৮, লোক জনশক্তি পার্টির (রামবিলাস) ২, হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোকমোর্চার একজন করে বিধায়ক রয়েছেন মন্ত্রী তালিকায়। মন্ত্রিসভায় এই চেহারায় একটা জিনিস স্পষ্ট, নীতীশকে চাপে রাখতে চায় গেরুয়া শিবির। বিহারে এনডিএ এবার ২০২টি আসন পেয়েছে। সবচেয়ে বেশি আসন বড়ো শরিক বিজেপির। তাই নীতীশকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও দুই উপমুখ্যমন্ত্রী সহ সংখ্যাগরিষ্ঠ মন্ত্রী তাদেরই থাকছে। শুধু তা-ই নয়, বিজেপি এমন কয়েকজনকে মন্ত্রিসভায় এনেছেন, যাঁদের সঙ্গে নীতীশের সখ্য তেমন নেই। যেমন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল। দু’বছর আগে তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দলীয় সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন। তাঁকে ফিরিয়ে আনা হয়েছে মন্ত্রী পদে। আবার ২০২২ সালে নীতীশ এনডিএ ছাড়ায় মন্ত্রিত্ব খুইয়ে ছিলেন নারায়ণ প্রসাদ। জেডিইউ জোটে ফিরে এলেও এতদিন মন্ত্রিসভায় তাঁর ঠাঁই হয়নি। কিন্তু এবার পরিস্থিতি বদলে যাওয়ায় তাঁকেও মন্ত্রী করেছে বিজেপি।
এই নিয়ে রেকর্ড দশবার বিহারের কুর্সিতে বসলেন নীতীশ। চলতি মেয়াদ সম্পূর্ণ করলে তিনিই হবেন কোনও রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী। ছাপিয়ে যাবেন সিকিমের পবন কুমার চামলিংয়ের ২৪ বছর ক্ষমতায় থাকার রেকর্ড। তাই এদিন নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সমারোহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এম চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। সকালেই এক্স হ্যান্ডলে নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন মোদি। গান্ধী ময়দানে এসে আম জনতার দিকে লাল গামছাও নেড়েছেন।
বিজেপির পক্ষে মন্ত্রিসভায় নতুন মুখ শ্রেয়সী সিং। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শ্যুটার এই নিয়ে দু’বার জামুই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিজেপি এবার মন্ত্রী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদবকে। গতবার লোকসভা নির্বাচনে পাটলিপুত্র কেন্দ্রে পরাজিত হয়েছিলেন। এবার তিনি দানাপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। হিন্দুস্তান আওয়াম মোর্চা থেকে মন্ত্রী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির ছেলে তথা দলের সভাপতি সন্তোষ সুমন। লোক জনশক্তি পার্টির (আর ভি) দুই মন্ত্রীর মধ্যে রয়েছেন মহুয়া কেন্দ্রে তেজপ্রতাপ যাদবকে পরাজিত করা বিধায়ক সঞ্জয় কুমার সিং। এবার চারটি আসন পেয়েছে রাষ্ট্রীয় লোকমোর্চা। তবে কোনও বিধায়ককে মন্ত্রী করা হয়নি। দলের পক্ষে মন্ত্রী হচ্ছেন দীপক প্রকাশ। তিনি বিধান পরিষদেরও সদস্য নন।