• মৃত ভোটারদের আধার তালিকা কীভাবে মিলল? প্রশ্ন সাকেতের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: চলতি সপ্তাহের শুরুতেই নির্বাচন কমিশনকে বাংলায় ৩৪ লক্ষ নিষ্ক্রিয় আধারের তালিকা দিয়েছিল ইউআইডিএআই। সেই তথ্যের যথার্থতা নিয়েই এবার প্রশ্ন তুলল তৃণমূল। কিন্তু কীভাবে এই তথ্য দেওয়া সম্ভব হল? সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নিষ্ক্রিয় আধার সংক্রান্ত তথ্য নিয়ে এর আগে ইউআইডিএআই জানিয়েছিল, তাদের কাছে রাজ্যভিত্তিক কোনও তালিকা নেই। কী কারণে ওই আধার নিষ্ক্রিয় হয়েছিল, সেটাও আলাদা কোনও তথ্য নেই।’ সাকেতের অভিযোগ, নির্বাচন কমিশন ও ইউআইডিএআই কর্তৃপক্ষ একযোগে বিজেপিকে ‘ভোটচুরি’তে সাহায্য করছে। এক্স হ্যান্ডলে সাকেত লেখেন, ‘কয়েকদিন আগেই জানা গিয়েছে, ৩০-৩২ লক্ষ নিষ্ক্রিয় আধারের তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে ইউআইডিএআই। তাদের দাবি, এগুলি মৃত মানুষের। যদিও ওরা গত বছর আমাকে চিঠি দিয়ে জানিয়েছিল, আধার নিষ্ক্রিয় হওয়ার কারণ বা এসংক্রান্ত রাজ্যভিত্তিক কোনও তথ্য রাখা হয় না।’গত বছর ২৬ ফেব্রুয়ারি তারিখে দেওয়া আধার কর্তৃপক্ষের উত্তরটিও সমাজমাধ্যমে শেয়ার করে নিয়েছেন সাকেত। সেখানে উল্লেখ ছিল, তখনও পর্যন্ত ১ কোটি ৩ লক্ষ আধার কার্ড নিস্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে ৮২ লক্ষ মৃত। তৃণমূল সাংসদের দাবি, সংসদেও একই দাবি করেছিল আধার কর্তৃপক্ষ। 

    সাকেতের প্রশ্ন, তাহলে কী করে ওই ৩০-৩২ লক্ষ নিষ্ক্রিয় আধারের তথ্য নির্বাচন কমিশনকে দিল ইউআইডিএআই? আসলে বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ওরা যে বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দিতে চাইছে, এটাই তার প্রমাণ। সংসদে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করা উচিত আধার কর্তৃপক্ষের।
  • Link to this news (বর্তমান)