• ত্রিপুরায় ট্রেনের সঙ্গে ধাক্কা গাড়ির, মৃত ৩
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা।  আগরতলা-শিলচরগামী ট্রেনের সঙ্গে ধাক্কা একটি পণ্যবাহী বোলেরো গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির তিন আরোহীর। বৃহস্পতিবার ত্রিপুরার লংতরাইভ্যালী মহকুমার সিন্ধু কুমার পাড়া এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিস ও রেল কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধারকাজ। মৃতদেহগুলি মনু হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রহরীবিহীন এই রেলক্রসিং নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও কাজের কাজ কিছু হয়নি। 
  • Link to this news (বর্তমান)