• বিএলও আপনার ফর্ম আপলোড করেছেন কি? নিজেই যাচাইয়ের সুযোগ অনলাইনে
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: ইনিউমারেশন ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারের (বিএলও) কাছে জমা দিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট বিএলও আপনার ফর্ম আপলোড করেছেন কি? এবার নিজেই সেই তথ্য যাচাই করতে পারবেন ভোটার। অর্থাৎ কোনও ভোটার নিজেই দেখে নিতে পারবেন, তাঁর জমা দেওয়া ফর্ম সঠিক মোবাইল নম্বরে (সংশ্লিষ্ট ভোটারের দেওয়া মোবাইল নম্বর অনুযায়ী) জমা পড়েছে কি না। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআরের দ্বিতীয় পর্বে এমনই ব্যবস্থা করেছে কমিশন।

    কীভাবে ফর্মের তথ্য যাচাই করতে পারবেন ভোটার? এজন্য প্রথমেই ভোটারকে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট সংযোগ করতে হবে। এরপর ব্রাউজার খুলে তাতে voters.eci.gov.in এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করতে হবে। তখন খুলে যাবে ভোটারস সার্ভিস পোর্টাল (voters service portal)। সেখানে একেবারে ডানদিকের কলামে ফিল ইনিউমারেশন ফর্ম লেখা (Fill Enumeration Form) সবুজ রংয়ের ট্যাব ক্লিক করলেই লগ ইনের জন্য মোবাইল নম্বর বা এপিক নম্বর লিখতে হবে। তবে এপিকের সঙ্গে যাঁদের মোবাইল সংযোগ নেই, তাঁদের প্রথমে সাইন ইন অর্থাৎ মোবাইল ও এপিক সংযোগ করাতে হবে। তারপর মোবাইল নম্বর বা এপিক নম্বর লিখে লগ ইন করলেই সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি পূরণ করার পর আবার ডানদিকের কলামে ফিল ইনিউমারেশন ফর্ম লেখা (Fill Enumeration Form) সবুজ রংয়ের ট্যাবে ক্লিক করতে হবে। এবার সংশ্লিষ্ট ভোটারকে তার এপিক নম্বর লিখতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই ভোটার নিজেই ফর্ম আপলোড হয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। মিলিয়ে নিতে পারবেন মোবাইল নম্বরও। অর্থাৎ যদি সঠিক মোবাইল নম্বরে ফর্ম জমা পড়ে থাকে, সেক্ষেত্রে লেখা ভেসে উঠবে, ‘Your form has already been submitted with mobile number XXX..’। অর্থাৎ সঠিক মোবাইল নম্বরে সংশ্লিষ্ট ভোটারের ফর্ম জমা পড়ে গিয়েছে। ফর্ম জমা না পড়লে এমন কোনও তথ্য পাওয়া যাবে না। উল্লেখ্য, যদি দেখা যায় ভুল মোবাইল নম্বরে ফর্ম জমা পড়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে অবিলম্বে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন ভোটার। 

    এদিকে, একইসঙ্গে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ শুরু হলেও সেই কাজে সবচেয়ে শ্লথ গতি বিজেপি তথা ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের। সেখানে ১ লক্ষ ৬২ হাজার ৪৮৬ জন বিএলও (বুথ লেভেল অফিসার) নিয়োগ করেও এখনও পর্যন্ত মাত্র ৬.১৪ শতাংশ অর্থাৎ প্রায় ৯৫ হাজার ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজ শেষ হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে। তাও বাংলার বিএলওদের উপর কমিশন দ্রুত কাজ শেষ করার চাপ তৈরি করছে বলে অভিযোগ। অথচ উত্তরপ্রদেশে বিএলওদের তেমন কোনও চাপ দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর। চাপ দেওয়া হচ্ছে কেরল, তামিলনাড়ুর মতো বিজেপি-বিরোধী শাসনে চলা রাজ্যগুলিতেও। রাজনৈতিক সূত্রে এমনটাই জানা গিয়েছে। তাই নির্বাচন কমিশনের ‘দ্বিচারিতা’ নিয়ে ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠছে। যদিও কমিশনের এক কর্তা বলেন, ‘সবাইকেই আগামী ৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।’ কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে ১.৯৫ কোটি অর্থাৎ ২৫.৫ শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। 
  • Link to this news (বর্তমান)