• আচমকা বীরপাড়ার গ্যারগেন্দা সেতু বন্ধ করায় তীব্র যানজট জটেশ্বর-ফালাকাটায়
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: ৩১ মে হড়পা বানে বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্যারগেন্দা সেতু। জলের তোড়ে সেতুর একপাশ বসে গিয়েছে। কিন্তু প্রায় ছ’মাসেও সেতু মেরামত হয়নি। তার উপর আগাম নোটিস না দিয়ে বৃহস্পতিবার হঠাৎই ভোর থেকে ওই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। এই ঘটনায় ভিনরাজ্যের ক্ষুব্ধ পরিবহণ কর্মীরা ও স্থানীয়রা এশিয়ান হাইওয়ে সড়ক কর্তৃপক্ষের মুণ্ডপাত করছেন। 

    গ্যারগেন্দা সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার ভোর ৩টে থেকে বীরপাড়া ভায়া জটেশ্বর হয়ে ফালাকাটা দিয়ে ভারী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়। ভারী যানবাহনগুলিকে মাদারিহাট থেকেও ফালাকাটা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এর ফলে বীরপাড়া-ফালাকাটা ১৭-ডি জাতীয় সড়কে ভিনরাজ্যের কয়েকশ লরি দাঁড়িয়ে যায়। ফালাকাটা শহর তীব্র যানজটের কবলে পড়ে যায়। ভোর থেকে বীরপাড়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম ৪৮ নম্বর এশিয়ান  হাইওয়ে সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এতে নাকাল হন স্থানীয় রুটের নিত্যযাত্রীরাও। 

    কাগজের রিম নিয়ে গুয়াহাটি থেকে কলকাতা যাচ্ছেন লরি চালক জান্নাত শেখ। তিনি বলেন, আগাম বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ফালাকাটা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়ি। ভোর ৩টে থেকে যানজটে আটকে আছি। কখন রাস্তা খুলবে বুঝতে পারছি না। উত্তরপ্রদেশে বাড়ি লরি চালক জগিন্দর সিং বলেন, সেতু খারাপ আছে। অন্যদিকে যেতে হবে। একথা এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ পুলিশকে আগাম জানিয়ে দিলে আমাদের এই হয়রানির মুখে পড়তে হত না।

    বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, সেতু দিয়ে ভারী যানবাহন চলবে না, একথা পুলিশকে আগাম বলা উচিত ছিল। হঠাৎ করে এই সিদ্ধান্তে এলাকায় তীব্র যানজট হয়েছে। সেই যানজট মোকাবিলায় হিমশিম খেতে হয়েছে।

    এদিকে, ছয় মাসেও কেন সেতুটি মেরামত হল না এনিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। বীরপাড়ার বাসিন্দা নকুল সোনার বলেন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। সেজন্য ছয় মাসেও গ্যারগেন্দা সেতু মেরামত হল না।

    যদিও ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক কর্তৃপক্ষের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রমেন মণ্ডল বলেন, সেতু দিয়ে যান চলাচল বন্ধ করা হয়নি। সেতু মেরামতে লিফ্টিং করতে হচ্ছে। তাই ভোর থেকে ওই সেতুতে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে সকাল সাড়ে ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)