দলছুট হাতিকে বিরক্ত কৌতূহলীদের, বনকর্মীদের গাড়ি আক্রমণ গজরাজের
বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: রাতে খাবারের সন্ধানে বেরিয়ে দিনের আলোয় আটকে পড়ল দলছুট অপ্রাপ্তবয়স্ক একটি হাতি। সেটি দাপিয়ে বেড়াল চা বাগান এলাকায়। এদিকে, হাতি দেখতে ভিড় জমান কৌতূহলীরা। যা সামাল দিতে দিনভর বেগ পেত হয় বনকর্মীদের। একসময় মেজাজ হারিয়ে হাতিটি পাল্টা আক্রমণ হানে বনদপ্তরের গাড়িতে। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নকশালবাড়ি ব্লকের পাহাড়গুমিয়া চা বাগানে।
বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে প্রায় ৭০টি হাতির একটি দল বাগডোগরা বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। কেষ্টপুরের সবিনবস্তি এলাকায় হানা দেয়। পরে হাতির দলটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে। আটটি হাতির দল মিনগাড়ায় এলাকায় চলে আসে। ভোরের আলো ফুটতেই দলগুলি বাগডোগরা বনাঞ্চলে ফিরে গেলেও, আটটি হাতি থাকা দলটি পিছিয়ে পড়ে। পরে সকাল ৮টা নাগাদ ওই দলের সাতটি জঙ্গলে ফিরে গেলেও একটি অপ্রাপ্তবয়স্ক হাতি মিনগাড়াতে আটকে পড়ে। সেই হাতিটি পরবর্তীতে পাহাড়গুমিয়া চা বাগানের বাঁশ লাইন, গিরিমুণি লাইন, গুমগুমা লাইনে দাপিয়ে বেড়ায়।
খবর পেয়ে বাগডোগরা, ঘোষপুকুর ও টুকরিয়াঝার রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। এদিকে, হাতি দেখতে ভিড় জমে যায় চা বাগানে। সকলকে নিরাপদ দূরত্বে সেরে যেতে বলা হয়। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিংও করা হয়। তবে হাতির খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে দলে দলে কৌতূহলীরা ভিড় করেন বাগানে।
একসময় দলছুট হাতিটি বিরক্ত হয়ে বনকর্মীদের গাড়িতে হামলা চালায়। এতে বাগডোগরা রেঞ্জের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যদিও বিকেল সাড়ে ৩টে নাগাদ দলছুট হাতিটিকে পাহাড়গুমিয়া থেকে কিরণচন্দ্র চা বাগান হয়ে বাগডোগরা বনাঞ্চলে ফিরিয়ে দেওয়া হয়। বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, হাতির আক্রমণে আমাদের রেঞ্জের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় বনকর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দলছুট হাতিকে বিরক্ত করাতেই সেটি মেজাজ হারিয়েছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। • এই হাতিটিকেই বিরক্ত করার অভিযোগ। - নিজস্ব চিত্র।