• আরও বিস্ফোরক রবি উদয়ন-হিপ্পিকে আক্রমণ
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রবীন্দ্রনাথ ঘোষ। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দিলেন তিনি। নিজের এলাকায় খারাপ ফলই যদি মাপকাঠি হয়, তাহলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি), জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সকলেই নিজের বুথে, ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনে হেরেছেন বলে বোমা ফাটান রবি। তাই সেই ফল যে মাপকাঠি হতে পারে না, তা এদিন স্মরণ করিয়ে দেন এই দুঁদে রাজনীতিবিদ।

    এপ্রসঙ্গে দলের জেলা সভাপতি কোনও মন্তব্য করতে চাননি। গিরীন্দ্রনাথ বলেন, এবিষয়ে যা বলার রাজ্য নেতৃত্ব বলবে। মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, তিনি ব্যস্ত রয়েছেন। এসব বিষয় নিয়ে তাঁর কথা বলার সময় ও ইচ্ছে কোনওটাই নেই।

    কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলে রবিকে সম্প্রতি জেলা সভাপতি মেসেজ ও চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার রবি বলেন, যিনি নিয়োগকর্তা, তিনি অপসারণ করতে পারেন। সেটাই নিয়ম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছেন। জেলা নেতৃত্ব কীভাবে অপসারণ করে! একেবারেই অযৌক্তিক। দলের দুর্বলতা নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার জন্যই এসব করা হচ্ছে। ভোট যদি কোথাও কম পড়ে থাকে, তার দায়িত্ব ব্লক, জেলা সভাপতির। পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলারদের কী দায়িত্ব! 

    একধাপ এগিয়ে রবি আরও বলেন, এখানে তো উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রয়েছেন। তিনি নিজের বাড়ির বুথে, ওয়ার্ডে হেরেছেন। তাঁর পুরসভাতেও হেরেছেন। উত্তরবঙ্গের আট জেলার কোথাও খারাপ ফল হলে, তিনিও দায়িত্ব এড়াতে পারেন না। দলের জেলা সভাপতি নিজের বুথে বহু ভোটে হেরেছেন। দলের চেয়ারম্যানের বুথে জামানত জব্দ হয়েছে। সাংগঠনিক দায়িত্ব তো তাঁদের। আমরা কাজ করব, সাংগঠনিক ফসল তো তাঁরা তুলবেন। 

    এরপরেই সতর্ক করে রবির মন্তব্য বলেন, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ভালো হবে না। এরা বামেদের সঙ্গে লড়াই করেনি। যারা লড়াই, আন্দোলনের মধ্যে দিয়ে ২০১১ সালে দলকে ক্ষমতায় এনেছিল, তাদের ৯০ শতাংশকে ছেঁটে ফেলেছে। এদের যে কী উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। এই ধরনের সিদ্ধান্তে যদি রাজ্য নেতৃত্বের অনুমোদন থাকত, তাহলে নিশ্চয় নির্দেশ পাঠাত। 

    রবির বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গ দলের জেলা চেয়ারম্যান বলেন, ওঁর বক্তব্যের উত্তর রাজ্য নেতৃত্ব দেবে। তৃণমূলের জেলা সভাপতি ক’দিন ধরেই এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন। এদিনও তিনি রবিকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)