• নিগ্রহের প্রতিবাদে থানার সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ। ঘটনার প্রতিবাদে এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, এনজিও’র কর্মী ও নিগৃহীতদের সম্মিলিত কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা চত্বরে।

    বৃহস্পতিবার বিক্ষোভকারীরা মিছিল করে থানার সামনে জমায়েত হন।  রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত ১৮ মে গোয়ালপোখরের মহুয়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি চেইনপুর এলাকায় আনওয়ারুল হক ও তাঁর খুড়তুতো ভাই লাল মিয়াঁর পরিবারের মধ্যে শরিকি জমি নিয়ে সংঘর্ষ হয়। আনওয়ারুল হক (৩৫) গুরুতর জখম হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আনওয়ারুলের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। কয়েক মাস জেলবন্দি থাকার পর ধৃতরা জামিন পায়।

    মৃতের পরিবারের অভিযোগ ছিল, সেদিনের সংঘর্ষে যাঁদের কোনও যোগ নেই, তাঁদের নামেও মামলা করা হয়েছে। প্রায় ৪০ জনের নামে অভিযোগ হয়। 

    গত মঙ্গলবার মৃতের পরিবার ও পরিজনেরা স্থানীয় বিজেপি নেতা গোলাম সরওয়ারকে নিয়ে থানায় গিয়েছিলেন। সেখানে আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনেকে। সেসময় মৃতের পরিবারের লোকেদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়।

    এদিন বিজেপি নেতা গোলাম সরওয়ার, যুব কংগ্রেসের ব্লক সভাপতি ইরসাদ আলম সহ বেশকিছু মানুষ লোধন হাইস্কুল থেকে মিছিল করে থানায় যান। থানার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতাকে থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। সেজন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।

    গোলাম বলেন, মৃতের পরিবার ও পরিজনের মোট ৪৬ জনের নামে এফআইআর হয়েছে। মৃত ব্যক্তির নামেও এফআইআর হয়েছে। 

    বিজেপি নেতা গোলামের সংযোজন, মৃত ব্যক্তি কি কবর থেকে উঠে এসে জামিন নেবেন? গত ১৮ তারিখে মৃতের পরিজনদের নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। কিন্তু পুলিশ কর্তারা গালিগালাজ করেন। লাঠিচার্জও করে পুলিশ। মৃতের পরিজনদের নামে মিথ্যে মামলা প্রত্যাহার সহ চার দফা দাবি আমরা জানিয়েছি।  

    এবিষয়ে অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। এদিনের কর্মসূচি নিয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)