• যাত্রী ‘হাইজ্যাক’ করছে বেসরকারি বাস! আরটিওর দ্বারস্থ এসবিএসটিসি
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) যাত্রী হাইজ্যাক করছে বেসরকারি বাস। শুনতে গল্পের মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটছে বলে এসবিএসটিসির পুরুলিয়া ডিপোর কর্তৃপক্ষ দাবি করছে। কর্তৃপক্ষের অভিযোগ, নিয়ম ভেঙে প্রায় একই সময়ে এসবিএসটিসির রুটে বেসরকারি বাস চালানো হচ্ছে। যার ফলে সরকারি বাসে যাত্রী সংখ্যা ক্রমেই কমছে। সংস্থাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যদিও বেসরকারি বাস মালিকদের তরফে এসবিএসটিসির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের পাল্টা অভিযোগ, এসবিএসটিসি নিয়ম ভেঙে বাস চালাচ্ছে। ঘটনায় তরজা শুরু হয়েছে। এসবিএসটিসি ইতিমধ্যে এনিয়ে জেলা পরিবহণ দপ্তরের দরজায় কড়া নেড়েছে। সমস্যা সমাধানে আসরে নামতে চলেছে  জেলা পরিবহণ দপ্তর। এক আধিকারিক বলেন, বিস্তারিত জানা নেই। তবে আগামীতে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। প্রতিটি বাসই যাতে নিয়ম মেনে চলে সেজন্য পদক্ষেপ করা হবে। 

    এসবিএসটিসির পুরুলিয়া ডিপোর তরফে জানা গিয়েছে, ভোর ৪টা ৪৫ মিনিটে সদর শহর থেকে কলকাতার উদ্দেশ্যে ঝুমুর এক্সপ্রেস রওনা হয়। অভিযোগ, নির্দিষ্ট বাসের চাকা স্ট্যান্ড থেকে গড়ানোর মিনিট চারেক আগেই একটি বেসরকারি বাস একই রুট ধরে চলতে শুরু করে। ওই বাসটি পুরুলিয়া থেকে একটানা বাঁকুড়া পর্যন্ত চলে। অন্যদিকে, সকাল ৬টা'র সময়ে পুরুলিয়া থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এক্ষেত্রেও মিনিট কয়েক আগেই একই রুট ধরে একটি বেসরকারি বাস ছুটতে শুরু করে। কর্তৃপক্ষের দাবি, এসবিএসটিসির যাত্রীদের কার্যত ভুল বুঝিয়ে বেসরকারি বাসে তুলে নেওয়া হয়। তার জেরে নির্দিষ্ট সময়ে সরকারি বাসগুলি বিভিন্ন স্ট্যান্ডে পৌঁছলেও যাত্রী পাচ্ছে না। তবে শুধু এই দু’টি রুট নয়, অধিকাংশ সরকারি বাস রুটে নিয়ম ভেঙে বেসরকারি বাসগুলি চলাচল করছে বলেই অভিযোগ। ফলত পর্যাপ্ত যাত্রী মিলছে না। তার জেরে একাধিক লাভজনক রুট নিয়েও এসবিএসটিসির পুরুলিয়া ডিপো কর্তৃপক্ষ দুশ্চিন্তায় রয়েছে।

    ডিপো ইনচার্জ সুবীর দে বলেন, বেশকিছু দিন ধরেই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। কমবেশি প্রতিটি রুটেই প্রায় একই সময়ে বেসরকারি বাসগুলি নিয়ম ভেঙে চলাচল করছে। নির্দিষ্ট রুট কিংবা টাইম-টেবিল মানা হচ্ছে না। ফলে আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমরা বিষয়টি জেলা পরিবহণ দপ্তরের কর্তাদের নজরে এনেছি। দ্রুত সমস্যার সমাধান না হলে বাস পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে আমাদের বিপাকে পড়তে হবে। পাল্টা অভিযোগ তুলে পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত বলেন, আমাদের প্রতিটি বাসই নির্দিষ্ট সময় ও রুট মেনে চলে। সরকারি বাসগুলিই নিয়ম মানে না। এতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)