• এসআইআর আতঙ্ক: বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু, দাবি পরিবারের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেঙ্গালুরুতে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেরফুল হক শেখ(৫২)। নওদার বাড়িতে খবর আসা মাত্রই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই তাঁর মৃত্যু হয়েছে।  দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। এসআইআর শুরু হওয়ার পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। বুধবার সকালে তিনি হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের এসআইআর তালিকায় শেরফুলের নাম রয়েছে। সেখানে তাঁর পদবি আছে শেখ। কিন্তু, তাঁর নামের মাঝে ‘হক’ থাকায় নাম বাদ যাওয়া নিয়ে চিন্তায় ছিলেন। সেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতারা। 

    মৃতের এক আত্মীয় ইমানুল শেখ বলেন, শেরফুল পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। এসআইআর নথি নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। 

    উল্লেখ্য, কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে কাজ করার সময় নওদার পরিযায়ী শ্রমিক ইসরাইল মোল্লার মৃত্যু হয়েছিল। তখনও তাঁর পরিবার এসআইআর আতঙ্কে মৃত্যু বলে দাবি করেছিল। সেই খবরও শেরফুল পেয়েছিল। এবার তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

    নওদার ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে আমরা আরও এক গ্রামবাসীকে হারালাম। এই মৃত্যুর দায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিতে হবে। নির্বাচন কমিশনের এসআইআরে গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে আছেন। আমরা যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছি।
  • Link to this news (বর্তমান)