• সরকারের বিলি করা সরষে বীজে গলদ, ছোট গাছেই ফুল
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: কৃষিদপ্তর থেকে বিলি করা হয়েছিল সরষে বীজ। সরকারি বীজ— ফসল ভালো হবে! এই আশাতেই দপ্তর থেকে বীজ সংগ্রহ করে রোপণ করেছিলেন ব্লকের বহু কৃষক। কিন্তু এখন সেই বীজের কারণেই ফ্যাসাদে পড়েছেন তাঁরা। তাঁদের দাবি, দপ্তরের বিলি করা বীজে সমস্যা থাকায় ছোট অবস্থাতেই সরষে ফুল ধরে গিয়েছে। এতে ফলনে সমস্যা হবে বলেই মনে করছেন তাঁরা।

    প্রসঙ্গত, বিভিন্ন মরশুমে ব্লক কৃষিদপ্তরের অফিস থেকে চাষিদের বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ দেওয়া হয়। চলতি মরশুমেও সেই মোতাবেক সরষে বীজ দেওয়া হয়েছিল রানিনগর-২ ব্লকের কৃষিদপ্তর থেকে। কয়েক সপ্তাহ আগেই সেই বীজ বিলি করা হয়। দপ্তর থেকে বীজ সংগ্রহ করে অনেক কৃষকই তা জমিতে রোপণ করেছিলেন। কিন্তু সেই কৃষকদের একাংশের অভিযোগ—তাঁদের জমিতে বোনা সরষে গাছে, একেবারে ছোট থাকা অবস্থাতেই ফুল ধরে গিয়েছে। ফলে ওইসব গাছে সরষে ফলবে না বলেই মনে করছেন তাঁরা। অভিযোগ, সরকারি দপ্তর থেকে দেওয়া ওই বীজেই সমস্যা রয়েছে, আর সেই কারণেই গাছগুলির এই হাল।

    গোধনপাড়া মাঠপাড়ার বাসিন্দা শাজাহান মণ্ডল বলেন, আমি তো বাজার থেকে বীজ কিনে প্রতিবার সরষে রোপণ করি। শুনেছিলাম সরকারি দপ্তর থেকে উন্নতমানের বীজ দেওয়া হয়। তাই এবার দপ্তর থেকে বীজ নিয়ে নিজের তিরিশ কাঠা জমিতে সরষে চাষ করেছিলাম। কিন্তু রোপণের পর দেখছি—গাছ বেরনোর কিছুদিনের মধ্যেই ওই ছোট ছোট গাছেই ফুল ধরে গিয়েছে! এভাবে এত ছোট গাছে ফুল এলে ফলন হওয়ার কথা নয়। কৃষিদপ্তরেও জানিয়েছিলাম, তারাও কোনও সমাধান বলতে পারেনি। নতুন করে সরষে বোনার সময়ও নেই। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। বাধ্য হয়ে কিছু জমির গাছ উপড়েও ফেলেছি। শুধু আমি নই— আমাদের মাঠের আরও কয়েকজন যাঁরা সরকারি বীজ নিয়েছিলেন, তাঁদেরও একই অবস্থা। ওই বীজেই সমস্যা ছিল, না হলে এমনটা হওয়ার কথা নয়।

    রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি বলেন, বেশ কয়েকদিন ধরেই চাষিভাইদের থেকে অভিযোগ আসছিল। পুরো বিষয়টি জানিয়ে আমি কৃষিদপ্তরকে চিঠিও করেছি। কৃষিদপ্তরের এক আধিকারিক জানান, আমাদের কাছে দু’-একজন কৃষক এই অভিযোগ নিয়ে এসেছিলেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)