• মধ্যবিত্তের মধ্যে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার, শীর্ষে কলকাতা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ক্রেডিট কার্ড এখন আর শুধু ‘ধারের মাধ্যম’ নয়। বিলাসিতাও নয়। মধ্যবিত্তের ব্র্যাকেটে পুরোদস্তুর ঢুকে পড়েছে এই ‘প্লাস্টিক মানি’। আর তার প্রমাণ মিলছে জিএসটির নতুন যুগ শুরুর পর খরচের হিসেবেই। অর্থাৎ, ২২ সেপ্টেম্বরের পর। দেখা যাচ্ছে, বহু পণ্যের জিএসটি কমার পরই উৎসবের মরশুমে খরুচে শ্রেণির একটা বড় অংশ ঢুকে পড়েছে ক্রেডিট কার্ডে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সমীক্ষায় প্রকাশ পেয়েছে তারই উজ্জ্বল চিত্র। তারা জানাচ্ছে, জিএসটির নয়া হার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত উৎসবমুখী যে কেনাকাটা বাংলা সহ গোটা দেশে হয়েছে, সেখানে ক্রেডিট কার্ডেরই রমরমা। রিজার্ভ ব্যাংকের তথ্য তুলে ধরেছে তারা। সেখানে দেখা যাচ্ছে, গত ২৩ সেপ্টেম্বর, অর্থাৎ নয়া জিএসটি হার কার্যকর হওয়ার পরের দিন দেশে ১ কোটির উপর লেনদেন হয়েছে ক্রেডিট কার্ডে। অঙ্কটা প্রায় ৬ হাজার ৪০০ কোটি টাকা। অথচ তার আগে পর্যন্ত দেশে প্রতিদিন ক্রেডিট কার্ডের গড় লেনদেন ছিল ৭০ লক্ষ। গড়ে ৪ হাজার ২০০ কোটি টাকার। দীপাবলির দিন, অর্থাৎ ২১ অক্টোবর ক্রেডিট কার্ডে কেনাকাটার সংখ্যা পৌঁছোয় ১ কোটি ২৩ লক্ষে। তার মূল্য ছিল ৭ হাজার ৩২৮ কোটি টাকা, যা রীতিমতো চমকে ওঠার মতো। স্টেট ব্যাংক দাবি করেছে, গত সেপ্টেম্বর-অক্টোবরে ক্রেডিট কার্ডে লেনদেনের অঙ্ক গড়ে পাঁচ শতাংশ বেড়েছে গত বছরের ওই সময়ের নিরিখে।

    এক্ষেত্রে কী অবস্থা রাজ্যের? দেশজোড়া সমীক্ষায় এসবিআই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাকে সামনে এনেছে। দেখা গিয়েছে, কলকাতায় ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরের তুলনায় এবছর ওই একই সময়ে দোকানে গিয়ে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা ১৩৫ শতাংশ বেড়েছে। ই-কমার্সের মাধ্যমে ক্রেডিট কার্ডে কেনাকাটা বেড়েছে ৫৯ শতাংশ। দেশের সব বড় শহরের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। হাওড়ায় পণ্য কেনাকাটায় সামগ্রিকভাবে সেই হার বেড়েছে ১০ শতাংশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃদ্ধির হার যথাক্রমে ৭৮ ও ৮২ শতাংশ। যোধপুর, উদয়পুর, বারাণসীতেও ক্রেডিট কার্ড ব্যবহারের হার নজরে পড়ার মতো। অন্যদিকে, ডেবিট কার্ড মারফত কেনাকাটায় সবচেয়ে এগিয়ে হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। সেখানে কেনাকাটা বৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশ। ডেবিট কার্ডের হিসেবে ২০২৪ সালের তুলনায় পশ্চিমবঙ্গে অবশ্য কেনাকাটা কমেছে ১ শতাংশ। এক্ষেত্রে বাংলার চেয়েও পিছিয়ে কেরল।

    ক্রেডিট কার্ডে কেনাকাটা নিয়ে কী মতামত বণিক মহলের? খোসলা ইলেকট্রনিক্সের কর্ণধার মণীশ খোসলার কথায়, ‘এখন ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৬৫ জন ক্রেডিট কার্ড বা ইএমআইতে পণ্য কিনছেন। এর একাধিক কারণ রয়েছে। ক্রেডিট কার্ডে কেনাকাটায় এক মাস পর পেমেন্ট করার সুযোগ পান ক্রেতা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকও ক্রেডিট কার্ডে লেনদেনে বড় অংকের ছাড় দেয়। পাশাপাশি ক্রেডিট কার্ডের উপর এখন ইএমআই-এর সুযোগ চলে এসেছে। উদাহরণ স্বরূপ কোনও ক্রেতা ১ লক্ষ টাকার মোবাইল ফোন কিনলে, ২৪ মাসে তা শোধ করার সুযোগ থাকে। ধারাবাহিকভাবে ঠিকঠাক টাকা মেটালে, কিস্তির সংখ্যাও কমে যায়।’
  • Link to this news (বর্তমান)