১,৬৪৫ থেকে বেড়ে ৮ হাজার টাকা! টোটো রেজিস্ট্রেশনে জটিলতা বারাকপুরে
বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টোটো রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। টোটোচালকদের অভিযোগ, প্রথমে বলা হয়েছিল টোটো রেজিস্ট্রেশনের জন্য ১৬৪৫ টাকা লাগবে। এখন তা বেড়ে আট হাজার হয়েছে। এত টাকা দেওয়া সম্ভব নয়। টোটোচালকরা জানান, তারা আট হাজার টাকা দেবেন না। জটিলতা কাটাতে বৃহস্পতিবার বারাকপুরে টোটোচালক, আইএনটিইউসি নেতৃত্ব, বারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগ এবং পরিবহণ দপ্তরের অফিসাররা বৈঠক করেন। সেখানেই টোটোচালকরা জানান, এত টাকা দেওয়া সম্ভব না। বারাকপুর শহরে সাতটি রুটে ২২০০ টোটো চলে। বহু পরিবার এই টোটোর উপরে নির্ভরশীল। আইএনটিটিইউসি বারাকপুর টাউন সভাপতি শুভেন্দু চৌধুরী বলেন, বারবার নিয়ম বদলাচ্ছে। হয়রান হচ্ছেন টোটোচালকরা। তাঁরা ১৬৪৫ টাকা দিতে রাজি ছিলেন। এখন ৮০০০ টাকা লাগবে। এত টাকা দিতে রাজি নন টোটোচালকরা। তাই এই জটিলতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।