• নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্তের ২০ বছর জেল
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকাকে যৌন নির্যাতন এবং একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয়েছে। এমন ঘটনায় দোষী সাব্যস্ত হলেন এক যুবক। বুধবার তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে ডায়মন্ডহারবারের বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে বলেন, অভিযুক্ত রহিদুল আদালদারকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, বছরখানেক আগে পারুলিয়া কোস্টাল থানা এলাকায় ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করেছিলেন রহিদুল। বিষয়টি নিজের মাকে জানানোর পর পুলিশ তদন্তে নেমে ওই যুবককে পকসো আইনে গ্রেফতার করা হয়। তারপর ৫২ দিনের মধ্যে চার্জশিট জমা পড়ে আদালতে। এতদিন ধরে চলে বিচার প্রক্রিয়া। অবশেষে সব সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারক ওই রায় দিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)