সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবার রাতে আরও একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ট্রলারটিতে ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবিদ দুই নামে একটি ট্রলার আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে ঢুকে মাছ ধরছিল। ট্রলারটিকে দেখে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয়। তখনই তাঁরা সেটিকে আটক করে মৎস্যজীবীদের কাগজপত্র দেখতে চান। নথিপত্র দেখার পরই উপকূল রক্ষী বাহিনী ট্রলার সহ মৎস্যজীবীদের আটক করে। বৃহস্পতিবার আটক হওয়া ট্রলার সহ ২৮ জন মৎস্যজীবীকে নামখানার নারায়ণপুরের খেয়াঘাটে নিয়ে আসা হয়। ওই মৎস্যজীবীদের কাকদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার আটক হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, এখন লাল ও সাদা পাতা মাছ ধরার লোভে বাংলাদেশি ট্রলারগুলি ভারতের জলসীমায় ঢুকে পড়ছে। বর্তমানে ছ’টি ট্রলার সহ ১৩৯ জন মৎস্যজীবী ভারতে আটক রয়েছেন।-নিজস্ব চিত্র