গভীর রাতে বিডিওর গাড়ি সহ একাধিক বাড়িতে আগুন, পুড়ে ছাই ৩টি দোকানও
বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবার গভীর রাতে পাথরপ্রতিমার বিডিওর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। ফলে খুব ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া আশপাশের আরও তিনটি জায়গায় প্রায় একই সময়ে দোকান, বাড়ি ও দুটি বাইকে আগুন লাগানোর অভিযোগ ওঠে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান ছাই হয়েছে। এছাড়াও ছ’টি বাড়ি এবং দুটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় ও সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে বাড়ি ও বাইকের আগুন নিভিয়ে দেন। কিন্তু দোকানঘরের আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন আসে। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ছাই হয়ে যায় সেগুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত ১টা নাগাদ প্রথমে স্কুল মোড়ের তিনটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। তার কিছুক্ষণ পরই ওই এলাকা থেকে প্রায় এক হাজার ফুট দূরে দুর্গা গোবিন্দপুর গ্রামের দুটি বাড়িতে আগুন লাগে। সেখান থেকে আবার প্রায় ২০০ ফুট দূরে পাথরপ্রতিমা বিডিওর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এরপর ওই গ্রামেই, ৮০০ ফুট দূরে আরও চারটে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব মিলিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পিছনে কারা থাকতে পারে, সেটা নিয়েই রহস্য তৈরি হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, কোনও দুষ্কৃতীর দল নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আরেকটি সূত্র বলছে, স্থানীয় এক যুবক গ্রামে নানা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে একাধিকবার হাতেনাতে ধরাও হয়েছে। গ্রেফতার হয়ে হাজতবাসও করেছেন। তাই ওই যুবককে বাড়িয়ে ঢুকতে যাতে না দেওয়া হয়, সে জন্য তাঁর বাবাকে নির্দেশ দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তার প্রতিহিংসাবশত তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে একার পক্ষে এত বাড়ি ও দোকানে আগুন দেওয়া সম্ভব নয়। ওই যুবক হয়তো কোনও দল বানিয়ে এসব করেছেন। এদিকে, ওই যুবকের বাবা বলেন, গ্রামবাসীরা ওকে বাড়িতে ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমরা নিজেরাও ছেলেকে আর বাড়িতে ঢুকতে দিইনি। দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি হল ও বাড়িতে আসে না। কিন্তু ওই আগুন ধরিয়েছে কি না, বলতে পারব না। যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে, পুলিশ তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিক। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির মালিক সুকান্ত ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এছাড়াও তিনটি বাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি তিনটি বাড়ি আংশিক পুড়েছে। আগুনে ঝলসে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। এই নিয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, একজন যুবকের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। বর্তমানে ওই যুবক পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র