• ৩ কোটি প্রতারণা, গুজরাত থেকে পাকড়াও চার
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’টি পৃথক মামলায় প্রায় তিন কোটি টাকার প্রতারণায় গুজরাত থেকে চার পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের মধ্যে সুরাত থেকে দু’জন এবং আমেদাবাদ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সুরাত থেকে ধৃত দু’জনের নাম রাভনি বিশাল প্রশোতমভাই এবং লুনাগারিয়া মেহেলভাই ভানুভাই। আমেদাবাদ থেকে ধৃতদের নাম চৌহান উদয় কুমার ভারতভাই এবং আশিস কান্তিলাল প্যাটেল। বুধবার তাদের ট্রানজিট রিমান্ডে গুজরাত থেকে বিধাননগরে নিয়ে আসা হচ্ছে। ২০২৪ সালের ৬ মে মাসে রাজারহাটের এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি ইনস্টাগ্রামে একটি হোয়াটসঅ্যাপ শেয়ার ট্রেডিং গ্রুপ দেখতে পেয়েছিলেন। হাই রিটার্নের জন্য তাতে যোগ দেন। পরে তিনি একটি অ্যাপও ডাউনলোড করেন এবং বিনিয়োগ করতে থাকেন। কয়েক দফায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ফেলেন। কিন্তু, যখন টাকা তুলতে যান, প্রতারকরা আরও টাকা দাবি করে। রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগের টাকাই তুলতে পারেননি। বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সুরাত থেকে রাভনি বিশাল প্রশোতমভাই এবং লুনাগারিয়া মেহেলভাই ভানুভাইকে গ্রেফতার করে। গত ২৭ আগস্ট তেঘরিয়ারর বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি ২৪ লক্ষ ৫৮ হাজার টাকা বিনিয়োগ করেন। ঘটনায়  আমেদাবাদ থেকে চৌহান উদয় কুমার ভারতভাই এবং আশিস কান্তিলাল প্যাটেলকে গ্রেফতার করা হয়।
  • Link to this news (বর্তমান)