নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার রাতে গুজরাত গ্যাংয়ের এক মহিলা সদস্যাকে গ্রেফতার করেছেন। ধৃতের নাম ভারতী বারবেরিয়া (৩০)। জোড়াসাঁকো থানার এক মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, হুগলির উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে ডেরা বেঁধেছিল এই মহিলা। গোয়েন্দাদের দাবি, সম্প্রতি গিরিশ পার্ক থেকে এম জি রোড যাওয়ার সময়, চলন্ত বাসে এক পুরুষ যাত্রীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে তাঁর ব্যাগ থেকে তিন লক্ষ টাকা তুলে নেয় সে। ওই যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওয়াচ শাখার গোয়েন্দারা সোর্স ও ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছেন। তবে খোয়া যাওয়া টাকা এখনও উদ্ধার হয়নি। ধৃত মহিলাকে আজ শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলার কথা।