• শহরে জল জমার স্থায়ী সমাধানে পদক্ষেপ করা হচ্ছে: মেয়র
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে জল জমার সমস্যা মেটানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। সেই তালিকায় যেমন আছে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, তেমনই রয়েছে নালা বা ক্যানালগুলির নাব্যতা বৃদ্ধি। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, পলি ও আবর্জনা সরিয়ে ২৭টি নালা ও খালের নাব্যতা অনেকটাই বৃদ্ধি হয়েছে। পাশাপাশি মেয়র জানিয়েছেন, শহরের রাস্তাগুলিকে আরও গতিময় করতে বিটুমিনাসের পরিবর্তে কংক্রিট বা পেভার ব্লকের ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে যেমন রাস্তার ক্ষয় কম হবে, তেমনই যানবাহন চলাচলেও সুবিধা হবে। পাশাপাশি বানতলা বা ভাঙড়ের মতো এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)