সংবাদদাতা, বিষ্ণুপুর: শিয়ালদহের স্টেশন ম্যানেজারের পরিচয় দিয়ে বেসরকারি হাসপাতালের এক নার্সকে দেওয়া হয়েছিল বিয়ের প্রস্তাব। পরে সরকারি হাসপাতালে চাকরি ও তাঁর আত্মীয়কে রেলে চাকরি করে দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল যুবক। অভিযোগের এক বছর পর বৃহস্পতিবার জয়পুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের নাম সুষেন মিত্র। তার বাড়ি বোলপুরের রবীন্দ্রপল্লিতে। সে এর আগে একইভাবে প্রতারণা করে তিনটি বিয়ে করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জয়পুর থানা এলাকার ওই নার্স এক বছর আগেই থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানা এলাকার ওই নার্স অনলাইনে পাত্রপাত্রী বিজ্ঞাপন দিয়েছিলেন। অভিযুক্ত তা দেখে নার্সের সঙ্গে যোগাযোগ করে। নিজেকে শিয়ালদহ স্টেশনের ম্যানেজারের পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তারপরেই একের পর এক ফন্দি ফিকির করে টাকা আদায়ের ছক কষে। প্রথমে বিয়ের রেজিস্ট্রির জন্য নার্সের ছবি, আধার, প্যান, ভোটার কার্ড হাতিয়ে নেয়। নার্সের নামে একাধিক ব্যাঙ্ক থেকে মোটা টাকা লোন নেয়। তারপর নার্সকে রেলের হাসপাতালের চাকরি ও পরে নার্সের এক আত্মীয়কে রেলে চাকরি করে দেওয়ার নাম করে মোট ১৫ লক্ষ টাকা নেয়।