নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা বিধানসভার ৭ জন বিএলওকে শো-কজ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এসআইআর-এর কাজে গাফিলতির জন্য এই পদক্ষেপ করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার মধ্যে ওই ৭ জনকে শো-কজের উত্তর দিতে বলা হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে, শাস্তির খাঁড়া নেমে আসতে পারে তাঁদের উপর। মূলত, জমা পড়া ইনিউমারেশন ফর্মের মাত্র ৪ থেকে ৮ শতাংশ ডিজিটাইজড করতে পেরেছেন এই ৭ জন বিলএও। যেখানে কমিশন ৩০ শতাংশ ডিজিটাইজেশনের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। বেলেঘাটা বিধানসভার বুথ নম্বর ৩৯, ৪৯, ৫০, ৬৩, ৬৮, ৬৯ এবং ১৬৬ নম্বর বুথের বিএলওদের শোকজ করা হয়েছে বলে কমিশন সূত্র জানা গিয়েছে।